Monday, August 25, 2025

মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আজই গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী, আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা

Date:

Share post:

গঙ্গাসাগর মেলা (Gangasagar Fair) শুরু হতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ইতিমধ্যে মেলার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তার মধ্যেই সোমবার গঙ্গাসাগর পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত বছরের মতো চলতি এবারও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগরকে। তবে আগত পুণ্যার্থীদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, তার জন্য সবরকম পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।সেকারণেই গতবারের তুলনায় এবার পুলিশি নজরদারি আরও বাড়ানো হয়েছে। সোমবার গঙ্গাসাগরে পৌঁছে কপিলমুনির মন্দিরে (Kapilmuni Temple) ও ভারত সেবাশ্রম সঙ্ঘেও যাওয়ার কথা মমতার। পাশাপাশি মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। মঙ্গলবার সেখান থেকেই যাবেন জয়নগর। সেখানে মুখ্যমন্ত্রীর সরকারি কর্মসূচি রয়েছে।

এদিকে গঙ্গাসাগর মেলার উদ্বোধনের আগে থেকেই সেখানে ভিড় করছেন পুণ্যার্থীরা। সকলের গতিবিধির ওপর নজর রাখতে দিকে দিকে ওয়াচ টাওয়ার করা হয়েছে। সেখান থেকেই মানুষের ভিড়ের ওপর দৃষ্টি রাখছেন পুলিশ কর্মীরা। এছাড়াও খোলা হয়েছে মেগা কন্ট্রোল রুমও। সেই কন্ট্রোল রুমের দায়িত্বে আছে একটি বিশেষ দল। কোনওরকম অসুবিধা দেখা দিলেই কন্ট্রোল রুম থেকে তা মোকাবিলা করা হবে। পাশাপাশি গোটা গঙ্গাসাগর মেলা চত্বর সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে।

এছাড়াও মেলার জন্য খোলা হয়েছে হেল্প ডেস্ক। বাংলা, ইংরেজি, হিন্দি ভাষাতে মাইকিং চলছে সবসময়। তৈরি করা হয়েছে মেডিক্যাল ক্যাম্পও। ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মীরা সব সময় সেখানে থাকবেন। পাশাপাশি বাফার জোনও তৈরি হয়েছে তীর্থযাত্রীদের থাকার জন্য।

 

 

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...