Sunday, August 24, 2025

দার্জিলিঙে ‘বহিরাগত’ নয়, ভূমিপুত্রকে গেরুয়া প্রার্থী চাই! দাবিতে সরব খোদ বিজেপি বিধায়ক

Date:

Share post:

পাখির চোখ লোকসভা নির্বাচন। বাংলায় ফের ডেলিপ্যাসেঞ্জারি শুরু করেছেন বিজেপি (BJP) নেতানেত্রীরা। এই পরিস্থিতিতেই উল্টো সুর কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার (Bishnu Prasad Sharma) মুখে। তাঁর কথায় দার্জিলিঙে বহিরাগত নয়, কোনও ভূমিপুত্রকেই আগামী লোকসভায় প্রার্থী করা হোক। না হল, তিনি নিজেই নির্দল হিসেবে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দাঁড়াবেন। তীব্র আক্রমণ করেন বিজেপি বিধায়কের মন্তব্য, ফুটবলের মাঠের মতো যে পাচ্ছেন পাহাড়ে এসে খেলে যাচ্ছেন। কিন্তু ভোটের পরে তাঁদের আর এলাকায় পাওয়া যাচ্ছে না।

বিষ্ণুপ্রসাদ শর্মার (Bishnu Prasad Sharma) কথায়, পাহাড়ে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট করছেন বাইরে থেকে আসা বিজেপি নেতারা। কিন্তু ভোটে জেতার পরে তাঁদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এর ফলে বিজেপির প্রতি স্থানীয়দের ক্ষোভ বাড়ছে। বিজেপি বিধায়ক তীব্র কটাক্ষ করে বলেন, খেলার মাঠের মতো দার্জিলিংকে ব্যবহার করছে গেরুয়া শিবির। বহিরাগতদের নিয়ে এসে প্রার্থী করা হচ্ছে। কিন্তু তাঁরা জেতার পরে এলাকায় পাওয়া যাচ্ছে না। এবার দার্জিলিঙের কোনও ভূমিপুত্রকেই প্রার্থী করা হোক- দাবি তুলেছেন বিষ্ণুপ্রসাদ। বিজেপি-র সঙ্গে আছেন বলে দাবি করেও তিনি বলেন, বহিরাগতকে পদ্মশিবির প্রার্থী করলে, নির্দল হিসেবে তাঁর বিরুদ্ধে নিজেই দাঁড়াবেন বিষ্ণুপ্রসাদ।

স্থানীয়দের এই অভিযোগ দীর্ঘদিনের। বিজেপির যে সাংসদরা জয়ী হন, ভোটের পরে তাঁদের আর পাওয়া যায় না। একাধিকবার এসএস আলুওয়ালিয়া থেকে শুরু করে অনেক বহিরাগত বিদেপি সাংসদ-নেতার বিরুদ্ধে নিরুদ্দেশ বলে পোস্টার পড়ে এলাকায়। তৃণমূলও বারবার অভিযোগ তুলেছে ভোটে নিয়ে বিজেপি সাংসদরা চলে যান, আর পাঁচবছর তাঁদের দেখা যায় না। এবার খোদ বিজেপি বিধায়ক এই অভিযোগ তোলায় দলের মতবিরোধ ফের প্রকাশ্যে।


spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...