প্রাথমিক নিয়োগ মামলায় (Primary Recruitment Case) অতিরিক্ত চার্জশিট (Additional Charge Sheet) পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। শুক্রবার আলিপুর সিজেএম আদালতে ৩০ পাতার একটি চার্জশিট পেশ করে ওএমআর প্রস্তুতকারক সংস্থার (OMR) দুই প্রধানের নাম সিবিআই জানিয়েছে বলে সূত্রের খবর। তবে আগেই স্কুল সার্ভিস কমিশনের (SSC) তিনটি মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুক্রবার পেশ করা হল দ্বিতীয় চার্জশিট। আর চার্জশিটে নজর রাখলেই চোখে পড়বে ওএমআর প্রস্তুতকারক সংস্থার দুই প্রধান কৌশিক মাঝি এবং পার্থ সেনের নাম।

উল্লেখ্য, দিনকয়েক আগেই কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সিবিআই জানিয়েছিল আগামী ১৪ জানুয়ারির মধ্যে তাঁরা প্রাথমিক নিয়োগ মামলায় নিম্ন আদালতে ওএমআর প্রস্তুতকারক সংস্থার দুই প্রধান কৌশিক মাঝি এবং পার্থ সেনের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চলেছে। আর সেই পথে হেঁটেই দু’দিন আগেই চার্জশিট জমা দিল সিবিআই।

এদিকে অতিরিক্ত চার্জশিটে নাম প্রকাশ্যে আসা কৌশিক মাঝি ওএমআর প্রস্তুতকারক সংস্থা এস বসু রায় সংস্থার অংশীদার। অন্যদিকে, পার্থ সেন ওই সংস্থারই কর্মচারী বলে খবর। সিবিআই-এর চার্জশিটে অভিযোগ, নিয়োগ মামলায় এই দুজনের সরাসরি যোগাযোগ রয়েছে। পাশাপাশি নিয়োগ মামলায় ৭০০ অযোগ্য চাকরিপ্রার্থীর তালিকা তৈরি করা হয়েছিল। যে তালিকা আদানপ্রদান হয় ওই সংস্থার সঙ্গে। পরে তালিকায় থাকা ৩০০ জনের বেশি অযোগ্য চাকরিপ্রার্থী চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ।
