সম্প্রীতির বার্তা দিতে ২২ জানুয়ারি হাজরা থেকে পার্কসার্কাস ‘সংহতি ব়্যালি’ করবেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যজুড়ে জেলায় জেলায় হবে সম্প্রীতি মিছিল। এটা কোনও কিছুর পাল্টা নয়। মঙ্গলবার, এই ঘোষণা করে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছে, এটা কিছুর পাল্টা নয়। বাংলায় সম্প্রীতির বার্তা দিতেই এই কর্মসূচি। একই সঙ্গে তিনি জানান, ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী। সেই কারণেই তার আগের দিন এই মিছিল হবে।

সূচি অনুযায়ী,
২২ তারিখ কালীঘাটের মন্দিরে পুজো দেবেন তৃণমূল সুপ্রিমো। তার পরে বিকেল ৪টে থেকে হাজরা মোড় থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত ‘সংহতি ব়্যালি’ করবেন তিনি। সঙ্গে থাকবে সব ধর্মের প্রতিনিধিরা। পথে যে সব ধর্মীস্থান পড়বে শেখানে শ্রদ্ধা জানাবেন তিনি। মমতার (Mamata Banerjee) কথায়, ‘‘মাকালীকে ছুঁয়ে, মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জা ছুঁয়ে, সর্ব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এই মিছিল করব।’’ নাগরিক সমাজকেও এই পদযাত্রায় পা মেলানোর আহ্বান জানিয়েছেন তৃণমূলনেত্রী।
ওই দিনই বিকেল তিনটে থেকে সব জেলায়, সব ব্লকে সংহতি মিছিল করবে তৃণমূল।

মমতা স্পষ্ট জানান, এটা কোনও প্রতিবাদ কর্মসূচি নয়। তাঁর কথায়, ‘‘আমি সাধুসন্তদের সম্মান করি। তাঁরা কী বলছেন আমি শুনছি।’’ এদিন ফের তৃণমূল সভানেত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আর সেই কারণেই সবাইকে নিয়ে সংহতি মিছিল করবেন মমতা।

