মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভরদুপুরে হাওড়ার শ্যামপুর এলাকায় গয়নার দোকানে ডাকাতির ঘটনায় (robbery at a jewellery shop ) চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় ৪ লক্ষ টাকার গয়না লুঠ করা হয়েছে বলে অভিযোগ করছেন দোকানের মালিক। তিনি জানান বাইকে করে দুজন দুষ্কৃতী দুপুর পৌনে ১২টা নাগাদ দোকানে ক্রেতা সেজে প্রবেশ করেন। প্রথমে রুপোর চেন এবং চামচ কেনেন। এরপরই তাঁদের মধ্যে একজন সোনার কানের দুল দেখতে চান। দোকান মালিক তা বের করতেই তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে চলে লুঠ। এরপরই এলাকা ছাড়েন অভিযুক্তরা। ঘটনার খবর পেয়ে ওই দোকানে যায় শ্যামপুর থানার পুলিশ (Shyampur Police)। অভিযুক্তদের সন্ধান পেতে ইতিমধ্যেই এলাকায় নাকা চেকিং (Naka Checking)শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে।
