Tuesday, May 20, 2025

বড় ম্যাচে ড্র নয়, তিন পয়েন্ট পাখির চোখ কুয়াদ্রাতের

Date:

Share post:

আগামিকাল বড় ম্যাচ। সুপার কাপে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যে প্রস্তুতিতে ব্যস্ত দু’দল। চলতি সুপার কাপে দূরন্ত ছন্দে ইস্টবেঙ্গল। প্রথম দু’ ম্যাচে দুরন্ত জয় পায় কার্লোস কুয়াদ্রাতের দল। এবার সামনে ডার্বি। মরশুমের শুরুতে ডুরান্ড কাপে প্রথম ডার্বিতে জয় পেয়েছিলো লাল-হলুদ। তবে ফাইনালে হারের মুখ দেখে কুয়াদ্রাতের দল। তবে এবার বদলার নেওয়ার সময়। সাংবাদিক সম্মেলনে এসে জয়ের কথাই বললেন লাল-হলুদ কোচ। স্পষ্ট জানিয়ে দিলেন, কোনও ভাবেই ড্রয়ের জন্য খেলতে নামবেন না তাঁরা। তিন পয়েন্টই লক্ষ্য লাল-হলুদের।

সাংবাদিক সম্মেলনে কুয়াদ্রাত বলেন, “দুটো দলই অনুপ্রাণিত হয়ে নামবে। আমরা জানি যে ফুটবল এমন একটা খেলা যেখানে ড্রয়ের জন্য খেলতে নামলে হারতে হবে। তাই আমরা জেতা ছাড়া কিছু ভাবছি না।” মোহনবাগানের মতন সাতজন ফুটবলার জাতীয় দলে না গেলেও, লাল-হলুদের দুই ফুটবলার নাওরেম মহেশ এবং লালচুংনুঙ্গা রয়েছেন জাতীয় শিবিরে। তবে ডার্বি ম্যাচের আগে এইসব নিয়ে ভাবছেন না কুয়াদ্রাত। তিনি বলেন, “আমাদের অনুশীলন ভালই হয়েছে। ছেলেরা ফোকাস্‌ড। কৌশল নিয়ে আলোচনা হয়েছে। আইএসএল বা ডুরান্ড কাপের সঙ্গে এই প্রতিযোগিতার পার্থক্য হল, এখানে ছ’জন বিদেশিই একসঙ্গে খেলানো যায়। এটা ম্যাচে তফাত গড়ে দিতে পারে। বাকি সব একই আছে। আমাদের ফুটবলারেরা হার-না-মানা মানসিকতা নিয়েই খেলতে নামবে।”

এদিকে ডার্বি ম্যাচ নিয়ে লাল-হলুদ অধিনাক ক্লেটন সিলভাবললেন, “আমরা কোনও ভাবেই ড্রয়ের কথা ভাবছি না। অবশ্যই ম্যাচটা আমাদের জিততে হবে। ডার্বি খেলা সব সময়েই আনন্দের। এটা ভারতের সবচেয়ে বড় ম্যাচ। তার অংশ হতে পেরে গর্বিত।”

আরও পড়ুন- আগামিকাল ডার্বি, বড় ম্যাচ নিয়ে কী বললেন ক্লিফোর্ড মিরান্ডা ?

 

spot_img

Related articles

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...

এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পর্বত আরোহণের নতুন দৃষ্টান্ত গড়লেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল (Lakhsmikanta Mandol)। কলকাতার পুলিশ কমিশনার...