Friday, November 7, 2025

আজ সুপার কাপে বড় ম্যাচ, রইল ইস্ট-মোহনের আপডেট

Date:

Share post:

আজ সুপার কাপে বড় ম্যাচ। কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচ ঘিরে উত্তেজনায় ফুটছে ইস্ট-মোহন সমর্থকরা । নেই-এর তালিকা বেশ লম্বা। সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসো-সহ সাত ফুটবলার জাতীয় দলে। এর বাইরে আনোয়ার আলি, আশিক কুরুনিয়ন চোটের কারণে আগে থেকেই নেই। দলের সেরা ন’জন ফুটবলারকে ছাড়া মরশুমের তৃতীয় ডার্বি খেলতে নামছে মোহনবাগান। আইএসএলে হারের হ্যাটট্রিকের ধাক্কা সামলে সুপার কাপে গ্রুপের প্রথম দুই ম্যাচ জিতলেও সবুজ-মেরুন রক্ষণের দুর্বলতা প্রকট। ইস্টবেঙ্গল সমর্থকরা বলছেন, মোহনবাগানকে হারানোর এটাই সেরা সুযোগ। সব দেখে শুনে সতর্ক লাল-হলুদ শিবির। তবে কান্নাকাটি করতে রাজি নন মোহনবাগানের সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। সব মিলিয়ে ভুবনেশ্বরে বড় ম্যাচের উত্তাপ চড়ছে। কলকাতা থেকে দুই প্রধানের সমর্থকদের ঢল নেমেছে।

টিডি থেকে ফের সবুজ-মেরুন কোচের হটসিটে বসা অ্যান্তোনিও লোপেজ হাবাস ডার্বিতে ডাগ-আউটে থাকতে পারছেন না। ফলে দুই স্প্যানিশ কোচের সরাসরি দ্বৈরথ দেখা যাবে না। হাবাস গ্যালারি থেকেই কোচিং করাবেন। কারণ, ফেডারেশন থেকে তাঁর প্রয়োজনীয় ছাড়পত্র এসে পৌঁছয়নি। ভারতীয় দলের প্রাক্তন মিডিও ক্লিফোর্ডই গত দুই ম্যাচের মতো বড় ম্যাচেও দায়িত্ব সামলাবেন। তবে টিমের স্ট্র্যাটেজি থেকে দলগঠন সবটাই করবেন হাবাস। কোচ হিসেবে ক্লিফোর্ডের জীবনে প্রথম ডার্বি। কোনও অজুহাতের রাস্তায় না হেঁটে ইস্টবেঙ্গলকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন প্রাক্তন গোয়ান ফুটবলার। সাংবাদিক সম্মেলনে এসে কার্যত হুঁশিয়ারির সুরে ক্লিফোর্ড বললেন, ‘‘অনেকে অনেক কথা বলছে ঠিকই, আমার কিন্তু ডিফেন্স নিয়ে চিন্তা নেই। শুধু ডিফেন্স নিয়ে ভাবতে যাব কেন? ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার জন্য নিজেদের পুরোপুরি গুছিয়ে নামতে হবে। ডিফেন্স তার একটা অঙ্গ। আমি কিন্তু দলের ডিফেন্স নিয়ে সন্তুষ্ট। আমাদের ৮-৯ জন নেই। যারা আছে তারা যদি নিজেদের ১০০ শতাংশ দেয়, তাহলেই আমরা জিতব। ডার্বি নিয়ে অতিরিক্ত চাপ নিতে চাই না। কে, কত ভাল দল, সেটা মাঠেই দেখা যাবে।’’

শুক্রবারের ম্যাচের উপর নির্ভর করছে, গ্রুপ সেরা হয়ে কোন দল সেমিফাইনালে যাবে। পয়েন্ট ও গোল পার্থক্য সমান হলেও অঙ্ক বলছে, ডার্বি ড্র করলেই শেষ চারে যাবে ইস্টবেঙ্গল। কিন্তু মোহনবাগানকে জিততেই হবে। সতর্ক ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত চিরপ্রতিদ্বন্দ্বীর উদ্দেশে পাল্টা জবাব দিয়ে বলেছেন, ‘‘আমাদের দলের কি কেউ নেই জাতীয় দলে? আমাদেরও তো দু’জন নেই। হরমনজ্যোৎ খাবরা, মন্দার রাওয়ের চোট। অতীতে অনেক ম্যাচে দেখা গিয়েছে, ড্রয়ের জন্য খেলতে নেমে হারতে হয়েছে। তাই আমরা জিতেই সেমিফাইনাল খেলতে চাই। মরশুমের প্রথম ডার্বির আগে অনেকেই বলেছিল, আমরা পাঁচ গোলে হারব। কিন্তু আমরা জিতে মাঠ ছেড়েছিলাম। ওদের দিমিত্রি, হুগোর মতো ম্যাচ উইনার থাকলে আমাদেরও ক্লেটন রয়েছে। ছেলেরা আত্মবিশ্বাসী এবং ফোকাসড। ডার্বিতে সমর্থকদেরও বড় ভূমিকা থাকে। আমরা তৈরি।’’ তবে রেফারিং নিয়ে উদ্বেগ গোপন করেননি ইস্টবেঙ্গল কোচ।

আরও পড়ুন- Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...