Thursday, August 21, 2025

উত্তরপ্রদেশে আবাসের ঘর পেতে কত ঘুষ জানেন? চাপা রইল না তথ্য

Date:

Share post:

রাজ্যের আবাস যোজনার কোটি কোটি টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে এই যুক্তিতে, পশ্চিমবঙ্গে আবাস যোজনার টাকা ও বাড়ির হিসাবে গরমিল। কিন্তু যোগী রাজ্যে কী অবস্থা জানেন? সাধারণ মানুষ অকপটে স্বীকার করছেন কত টাকা ঘুষ দিয়ে আবাসের ঘর পেতে হচ্ছে তাঁদের। উত্তরপ্রদেশের বদাউনে (Badaun) বিজেপি সাংসদের হাত থেকে ঘরের প্রতীকী চাবি নিয়ে এসে এমনটাই বলে ফেললেন এক বৃদ্ধা। সেই ভিডিও ব্যাপক ভাইরালও (viral video) হল। কিন্তু এই দুর্নীতির কোনও তদন্ত কী করবে কেন্দ্রের বিজেপি সরকার?

একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের টাকা আটকে রাখার অভিযোগ তুলে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে জট মেটানোর প্রতিশ্রুতিও পেয়েছেন কেন্দ্রের তরফে। রাজ্যে বারবার এসেছে কেন্দ্রের তদন্তকারী দল। তারপরেও রাজ্যের মানুষ প্রাপ্য টাকা, পরিষেবা থেকে বঞ্চিতই রয়ে গিয়েছেন। এমনিক বেনিয়মের কোনও রিপোর্টও পেশ করতে পারেনি তদন্তকারীরা। কিন্তু যোগী রাজ্যে তো সবার সামনে চলে এল ঘুষ দিয়ে বাড়ি নেওয়ার কাহিনী।

উত্তরপ্রদেশের বদাউনের একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি সাংসদ ধর্মেন্দ্র কাশ্যপের (Dharmendra Kashyap) হাত দিয়ে বিলি হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার (PMAY) ঘরের প্রতীকী চাবি। সেই সময় এক বৃদ্ধা চাবি হাতে পেয়ে অনুষ্ঠানের সঞ্চালককে জানাচ্ছেন চাবি পেয়ে তিনি খুশি। ফের সঞ্চালক প্রশ্ন করছেন বাড়ির জন্য কাউকে টাকা দিতে হয়নি তো? উত্তরে বৃদ্ধা জানাচ্ছেন তিনি ৩০ হাজার টাকা দিয়েছেন বাড়ি পেতে।

তবে বিশেষ নজর কাড়া এর পরের অংশ। বৃদ্ধার উত্তরে একটুও অপ্রস্তুত নন বিজেপি সাংসদ থেকে উপস্থিত নেতারা। এমনকি ঘুষ (bribe) দিয়ে বৃদ্ধা ধন্যবাদও জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। যেন, মাথার ওপর ছাদ পেতে টাকা দেওয়াটাই দস্তুর। তাই বৃদ্ধারও কোনও অভিযোগ নেই এই বিষয়ে। আর অসহায় দরিদ্র মানুষকে তাঁদের ন্যায্য মাথা গোঁজার আশ্রয় ‘পাইয়ে’ দিয়ে বিজেপি শাসিত যোগী রাজ্যে বুক ফুলিয়ে ঘুরছে নেতারা।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...