Tuesday, December 23, 2025

রঘুনাথপুরে  নির্মীয়মাণ কারখানায় কাজের দাবিতে বিক্ষোভ, মাথা ফাটল আইসির

Date:

Share post:

বেশ কিছুদিন ধরে একটি কারখানা তৈরি হচ্ছিল।প্রথম থেকেই দাবি ছিল, স্থানীয়দের চাকরি দিতে হবে।কিন্তু ধৈর্য রাখতে পারলেন না কেউই।স্থানীয়দের বিক্ষোভ সামাল দিতে গিয়ে গুরুতর আহত হলেন রঘুনাথপুর থানার আই সি অর্ঘ্য মন্ডল সহ বেশ কয়েকজন পুলিশকর্মী।বিক্ষোভকারীদের ছোড়া ইটে মাথা ফেটে যায় আই সির। তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় ধরপাকড় চালিয়ে ১৫জনকে গ্ৰেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে দুটি বাইক ও কয়েকটি সাইকেল।মঙ্গলবার পুরুলিয়ার রঘুনাথপুর শিল্পতালুকের লছমনপুর এলাকায় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় বর্তমানে পুলিশ পিকেট রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

রঘুনাথপুর শিল্পতালুকের লছমনপুর মৌজায় একটি প্রতিষ্ঠিত ইস্পাত শিল্পগোষ্ঠী কারখানা তৈরির কাজ শুরু করেছে। সোমবার সেখানে হাজির হয় বেশ কিছু স্থানীয় মানুষ। তাদের হাতে ছিল “স্থানীয় ও জমিহারা” নামে প্ল্যাকার্ড। তারা কারখানার গেট আটকে কর্মীদের কারখানায় ঢুকতে বাধা দেয়। মঙ্গলবার আবার ওই একই ধরনের প্ল্যাকার্ড নিয়ে প্রায় পাঁচ-ছশো মানুষ কারখানার গেটে জমা হয়। কারখানা কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ গিয়ে জমায়েত সরিয়ে দেয়।

এরপরই কিছুক্ষণের মধ্যে লছমনপুর গ্ৰামের দিক থেকে প্রচুর মানুষ ছুটে এসে পুলিশকে আক্রমণ করে। তাদের ছোঁড়া ইঁটের আঘাতে আইসি লুটিয়ে পড়লে হামলাকারীরা লাঠি নিয়ে তার উপর চড়াও হয়। পুলিশ কোনওরকমে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে ছুটে যান পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ। নির্মীয়মান কারখানার জেনারেল ম্যানেজার বিপুল পানিগিরি বলেন, হঠাৎ এভাবে কারখানার কাজ ব্যহত হবে, তারা ভাবেন নি।

spot_img

Related articles

মূর্তি ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা জয়নগরে! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের

রবিবারের সকালে জয়নগরের একটি মন্দিরে কালী মূর্তির সামান্য ক্ষতি হওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে প্রশাসনের...

ডিজিটাল যুগেও লড়াইয়ে নতুন প্রজন্ম! সীমান্তের মাঠে ফুটবলের স্বপ্ন

ডিজিটাল যুগের টানাপোড়েনে যখন মোবাইল ও কম্পিউটারের দাপটে মাঠছাড়া হচ্ছে নতুন প্রজন্ম, তখন সীমান্তঘেঁষা সুন্দরবনের এক প্রান্তে ফুটবলকে...

জয়ের ধারা অব্যাহত সুন্দরবনের, হারল ব্যারেটোর দল

  জমজমাট শ্রাচি গ্রুপ আয়োজিত বেঙ্গল সুপার লিগ (Bengal super league)।সোমবার ছিল দুটি ম্যাচ। হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে হারাল সুন্দরবন বেঙ্গল...

শীঘ্রই রাজ্যজুড়ে বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক: জানালেন তৃণমূল সভানেত্রী

কয়েকদিনের মধ্যেই আরও বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...