৭৫ তম সাধারণতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষে সেজে দিল্লির রাজপথের পাশাপাশি সেজে উঠেছে কলকাতার রেড রোড (Red Road)। রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যেই সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। শুক্রবার সকালে রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স হ্যান্ডেলে ৭৫ তম সাধারণতন্ত্র দিবসে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।

— Mamata Banerjee (@MamataOfficial) January 26, 2024
এদিকে শুক্রবার বিকেলে রাজভবনে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন রাজ্যপাল। রাজ্যপালের আমন্ত্রণে রাজভবনে চা-চক্রে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এদিকে ৭৫ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, “সংবিধান শুধুমাত্র একজন আইনজীবীর দলিল নয়; এটি জীবনের বাহক। আজ যখন আমরা সাধারণতন্ত্র দিবস উদযাপন করছি, আসুন শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের সংবিধানের মূল্যবোধ রক্ষার শপথ নিই। আমাদের কণ্ঠ সবসময় সমতা, স্বাধীনতা ও ন্যায়ের আদর্শকেই প্রতিধ্বনি করবে”।তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে বিজেপিকেই কটাক্ষ করেছেন। বিজেপির বিরুদ্ধে তৃণমূল সব সময়ে সংবিধানের কাঠামো নষ্ট করছে। এদিন অবশ্য কারোর নাম না করেই বিজেপিকেই ঘুরিয়ে বার্তা দিতে চাইলেন অভিষেক।
“The Constitution is not a mere lawyer's document; it is a vehicle of Life.”
As we celebrate Republic Day today, let’s vow to safeguard the values of our Constitution until our last breath.
Come what may, our voice will always echo the ideals of Equality, Liberty & Justice!
— Abhishek Banerjee (@abhishekaitc) January 26, 2024
এদিকে বুধবার বিকেলেই রাজভবনে গিয়ে রাজ্যপালকে রেড রোডের অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন মমতা। রাজভবনের তরফেও মুখ্যমন্ত্রীকে শুক্রবার বিকালে চা-চক্রে আমন্ত্রণ জানানো হয়েছে। গত বছর ২৬ জানুয়ারিতেই রাজ্যপালের বাংলা শেখার হাতেখড়ি হয়েছিল। সেদিন ছিল সরস্বতীপুজো। তবে সাধারণতন্ত্র দিবসে কলকাতাকে কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে। কলকাতার রেড রোড ও সংলগ্ন এলাকায় চলছে কড়া নজরদারি। মোতায়েন করা হয়েছে ২৫০০ এর বেশি পুলিশ বাহিনী। উপস্থিত রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। ১৮টি জোনে ভাগ করে চলছে পেট্রোলিং। রয়েছে ওয়াচ টাওয়ার, সেখান থেকে চালানো হচ্ছে নজরদারি।
