Friday, August 22, 2025

উদাসীনতা! ‘বিপ্লব করা’ প্রধানশিক্ষকদের টাকার ব্যাগ নিয়ে তলব আদালতের

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষা শুরুর দুদিন আগেও বেশ কিছু স্কুলের পরীক্ষার্থীরা হাতে অ্যাডমিট কার্ড (admit card) পায়নি। শেষ পর্যন্ত তারা আদালতের দ্বারস্থ। সেই মামলার শুনানিতে স্কুলগুলির প্রধানশিক্ষকদের আদালতে তলব করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ বসু। এমনকি তাঁরা সশরীরে আদালতে না এলে পুলিশ দিয়ে নিয়ে আসার কথাও বলেন তিনি। ইতিমধ্যেই স্কুলের গাফিলতিতে অ্যাডমিট কার্ড না পাওয়া বেশকিছু পরীক্ষার্থী হাইকোর্টের হস্তক্ষেপে অ্যাডমিট কার্ড হাতে পেয়েছে।

২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। তার আগে বাগুইআটি জ্যাংড়া আদর্শ বিদ্যালয় এবং অশোকনগরের সূর্যমৌলানা আজাদ উচ্চ বিদ্যালয় ও মুর্শিদাবাদের একটি স্কুলের বেশ কিছু পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড না পেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়। আদালতের প্রশ্নের জবাবে পর্ষদের পক্ষ থেকে জানানো হয় স্কুলগুলির পক্ষ থেকে সম্পূর্ণ নথি না দেওয়ার জন্য এইসব পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ইস্যু হয়নি। সপ্তাহখানের আগে মালদহ ও বোলপুরের দুটি স্কুলের পরীক্ষার্থীদের ক্ষেত্রেও একইভাবে অ্যাডমিট কার্ড না পাওয়া পরীক্ষার্থীরা আদালতের হস্তক্ষেপে সেই নথি হাতে পায়।

সোমবার এই মামলায় বিচারপতি বিশ্বনাথ বসু সরাসরি এই স্কুলগুলির প্রধান শিক্ষকদের আদালতে তলব করেন। সেই সঙ্গে মোটা টাকার ব্যাগ আনার কথাও বলেন। এর আগে অভিযুক্ত স্কুলগুলিতে মোটা টাকা জরিমানা করা হয়েছিল। সেই মতো এবারও স্কুলগুলির বড় অঙ্কের জরিমানা (fine) হওয়ার আশঙ্কা।

তবে স্কুলগুলির প্রধানশিক্ষকদের দ্বায়িত্বজ্ঞানহীনতা নিয়ে বড় প্রশ্ন তোলেন বিচারপতি। তিনি বলেন এই প্রধানশিক্ষকরা ‘বিপ্লব’করার সময় যতটা সচেতন ছাত্রছাত্রীদের প্রতি ততটা সচেতন তো নন, বরং উদাসীন। কার্যত বিভিন্ন সংগঠনের পক্ষে রাজ্য সরকারের বিরুদ্ধে নানা ইস্যুতে আন্দোলনে নামার ঘটনাগুলিকে কটাক্ষ করেন বিচারপতি। সেই সঙ্গে তাঁদের প্রাথমিক কর্তব্য সম্পর্কেও সচেতন করে দেন।

spot_img

Related articles

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...