জি ২০ থেকে চন্দ্রযান-৩, সাফল্যের খতিয়ান তুলে অধিবেশন শুরু রাষ্ট্রপতির

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে সংসদে আজই শেষ অধিবেশন। এদিন শুরুতেই বক্তব্য রাখেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। স্বাগত ভাষণ দেওয়ার সময় গত এক বছরে দেশের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। তাঁর কথায় উঠে আসে জি-২০ সম্মেলন থেকে শুরু করে চন্দ্রযান- ৩ এর (Chadrayaan 3) সাফল্যের কথা।

এদিন বক্তব্যের শুরুতেই রাষ্ট্রপতি বলেন, মহাকাশ বিজ্ঞানে ভারত ক্রমাগত উন্নতি করছে। একদিকে যেমন চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছে দেশ পাশাপাশি সূর্যের কক্ষপথেও সফলভাবে স্থাপন করা গেছে আদিত্য এল ওয়ানকে। গত এক বছরে ক্রীড়াক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে বলে জানান রাষ্ট্রপতি। ২০২৩ সালে ভারত এশিয়ান গেমসে (Asian Games) ১০০ টিরও বেশি পদক পেয়েছে যা নজির বিহীন। এর পাশাপাশি জি ২০ সম্মেলন থেকে অটল সেতু, অমৃত ভারত রেলযাত্রা সম্পর্কিত তথ্যও তুলে ধরেন দ্রৌপদী মুর্মু। তিনি বলেন গত এক বছরে টেলিকম ব্যবস্থায় ভারত দ্রুত 5জি পরিষেবা কার্যকর করেছে। ১৪০ কোটি দেশবাসী যাতে ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে সুরক্ষিত থাকেন সেদিকেও দৃষ্টি দেওয়া হচ্ছে। সাধারণতন্ত্র দিবসে কর্তব্য পথে নারী বাহিনীর কুচকাওয়াজের প্রসঙ্গ তুলে ধরে মহিলা সশক্তিকরনের কথা জানান মুর্মু।


Previous articleমাঘের শীতে বৃষ্টির স্পেল, আজও ভিজবে বাংলা!
Next articleপাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও স্ত্রী বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ড