Thursday, August 21, 2025

হিন্দু মন্দিরে প্রবেশে ‘না’! তামিলনাড়ুর মন্দিরে অ-হিন্দুদের জন্য কড়া নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

হিন্দু মন্দিরে (Hindu Temple) প্রবেশ করতে পারবেন না অ-হিন্দুরা। আর এই মর্মে এবার প্রতিটি হিন্দু মন্দিরের বাইরে নোটিশ (Notice) ঝোলানোর নির্দেশ হাই কোর্টের। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সম্প্রতি এমনি নির্দেশ দিল মাদ্রাজ হাই কোর্ট (Madras High Court)। পাশাপাশি মন্দির যে কোনও টুরিস্ট স্পট নয় সেকথাও এদিন সাফ জানিয়েছেন হাই কোর্টের বিচারপতি এস শ্রীমতী।

সূত্রের খবর, আরুলমিগু পালানি ধ্যান্দাউথাপানি স্বামী মন্দির ও পালানির উপ-মন্দিরগুলিতে অ-হিন্দুরা বেশিমাত্রায় ভিড় জমাচ্ছেন। আর সেকারণেই শুধুমাত্র মন্দিরে হিন্দুদের প্রবেশাধিকারের আর্জি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। আর সেই মামলার সওয়াল জবাব শেষে এমনই রায় দিল মাদ্রাজ হাই কোর্ট। পাশাপাশি এদিন বিচারপতি জানিয়েছেন, কোনওরকম বাধাবিঘ্ন ছাড়াই যাতে হিন্দুরা পূজার্চনা করতে পারেন, তাঁদের সেই ধর্মীয় অধিকার দিতেই এমন রায়। এছাড়াও তামিলনাড়ুর হিন্দু সংগঠনকে বিচারপতি নির্দেশ দেন, শীঘ্রই যেন সমস্ত হিন্দু মন্দির চত্বরে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এই মর্মে হিন্দু সংগঠনকে মন্দিরগুলির বাইরে নোটিশ টাঙিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে হাই কোর্টের এমন রায়ের পরই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

তবে এখানেই শেষ নয়। হাই কোর্ট আরও জানিয়েছে, মন্দির চত্বরে লাগাতে হবে বোর্ড। সমস্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানেই তা থাকবে। সেখানে পরিষ্কার লেখা থাকবে, অ-হিন্দুরা যেন এখানে প্রবেশ না করেন। তবে হাই কোর্ট একথাও স্পষ্ট জানিয়েছে, যদি কোনও অ-হিন্দু মন্দিরে ঢুকে দেবদেবীর দর্শনের ইচ্ছাপ্রকাশ করেন তাহলে সেক্ষেত্রে তাঁকে নিশ্চিত করতে হবে তিনি হিন্দুধর্মের প্রথা ও রীতিতে বিশ্বাস করেন। তারপরই তাঁকে প্রবেশের অনুমতি দেবে মন্দির কর্তৃপক্ষ।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...