Friday, November 7, 2025

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ, ভারতের জয়ের জন্য দরকার ৯ উইকেট

Date:

Share post:

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের জন্য দরকার ৯ উইকেট। ইংরেজদের দরকার ৩৩২ রান। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ৬৭। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে দুরন্ত ইনিংস শুভমন গিলের। ১০৪ রান করেন তিনি। শুভমনের ব্যাটে ভর করেই দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান করে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের সামনে লক্ষ্য রাখে ৩৯৮।

দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান করে ভারত। প্রথম ইনিংসে ২০০ করা যশস্বী জসওয়াল দ্বিতীয় ইনিংসে করেন ১৭ রান। ব্যাট হাতে এদিনও ব্যর্থ ভারত অধিনায়ক রোহিত শর্মা। ১৩ রান করেন তিনি। ২৯ রান করেন শ্রেয়াস আইয়র। ৯ রান করেন রজত পতিদার। ৪৫ রান করেন অক্ষর প্যাটেল। ৬ রান করেন সিকর ভরত।২৯ রান করেন রবিচন্দ্রন অশ্বিন। শূন্য রান করেন কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ এবং মুকেশ কুমার। ১০৪ রান করেন শুভমন গিল। ইংল্যান্ডের হয়ে চার উইকেট নেন টম হার্টলি। ৩ উইকেট নেন রেহান আহমেদ। ২ উইকেট নেন জেমস অ্যান্ডারসন। একটি উইকেট নেন শোয়েব বাসির। ইংল্যান্ডের সামনে লক্ষ্য রাখে ৩৯৮। ভারতীয় দল অবশ্য দ্বিতীয় ইনিংসে প্রত্যাশিত রান তুলতে পারেনি। প্রথম ইনিংসে ১৪৩ রানের এগিয়ে থাকার সুবাদে লড়াই করার মতো জায়গায় রয়েছেন রোহিতেরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। বেন ডাকেট ২৮ রানে আউট হন। ক্রিজে রয়েছেন, জ্যাক ক্রলি এবং রেহান আহমেদ। জ্যাক ক্রলি ২৯ রানে অপরাজিত। ৯ রানে অপরাজিত রেহান। ভারতের হয়ে এক উইকেট অশ্বিনের।

আরও পডুন- মুম্বইয়ের বিরুদ্ধে ইনিংস এবং ৪ রানে হার বাংলার

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...