এ রাজ্যে যেই বাম, সেই রাম! এ অভিযোগ দীর্ঘদিনের। লোকসভা ভোটের আগে ফের তো তা প্রকাশ্যে।আসানসোলে বাম-রাম “মহাজোট”! সিটুর মঞ্চে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল!

বিষয়টি ঠিক কী?

রানিগঞ্জের বল্লভপুর পেপার মিলে কারখানা কর্তৃপক্ষর বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভে বসেছে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। রবিবার সেই সিটুর আন্দোলন মঞ্চেই দেখা গেল আসানসোলের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পলকে।

মঞ্চে অগ্নিমিত্রার বক্তব্যকে সমর্থন জানিয়ে সিটু নেতা হেমন্ত প্রভাকরও বলেন, “বিজেপির সঙ্গে আমাদের রাজনৈতিক লড়াই যেমন আছে চলবে। কিন্তু আজ তিনি বিধায়ক হিসেবে এসেছেন। এই মঞ্চে তাঁকে স্বাগত জানানো হয়েছে।”

আরও পড়ুন- বাংলাই পথ দেখায়, এবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে দিল্লিতে ধর্না কেরালার মুখ্যমন্ত্রীর!

বিষয়টি প্রকাশ্যে আসতেই খুব স্বাভাবিকভাবে সিপিএম-বিজেপির মধ্যে আঁতাতের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। তাদের স্থানীয় শ্রমিক সংগঠন আইএনটিইউসি সংগঠনের তরফে বলা হয়েছে, কারখানাবন্ধের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। লোকসভার আগে জমি পেতে সীয়াম- বিজেপির গোপন আঁতাত প্রকাশ্যে চলে এসেছে।
