Tuesday, August 26, 2025

মিলছে না CNG! অফিস টাইমে রুবি মোড় আটকে বিক্ষোভ, পুলিশের চেষ্টায় স্বাভাবিক পরিস্থিতি

Date:

Share post:

পর্যাপ্ত পরিমাণে মিলছে না সিএনজি (CNG)। আর মিললেও পেট্রোল পাম্পগুলিতে (Petrol Pump) ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার অভিযোগ। যার জেরে চরম হয়রানির শিকার হতে হচ্ছে গাড়ি চালকদের। আর সেকারণেই সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই শহরের গুরুত্বপূর্ণ ইএম বাইপাস (EM Bypass) অবরুদ্ধ করে বিক্ষোভে সামিল গাড়ি চালকরা। এদিন সকাল ১০ টার কিছু সময় পরেই রুবি মোড়ে রাস্তার উপরে আড়াআড়িভাবে ট্যাক্সি, প্রাইভেট গাড়ির চালকরা গাড়ি দাঁড় করিয়ে রেখে প্রতিবাদ শুরু করেন। সপ্তাহের প্রথমদিনে অফিসে বেড়িয়ে চূড়ান্ত হয়রানির শিকার নিত্যযাত্রীরা। ঘটনার জেরে এদিন প্রায় আধ ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ হয়ে পড়ে শহরের এই ব্যস্ত রাস্তা। তবে শুধু নিত্যযাত্রীরাই নন, এদিন মাধ্যমিকের পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা কলেজগুলিতেও পরীক্ষা চলছে। আর সেকারণেই সকালে বেরিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে বেশ খানিকটা সময় লেগে যায় পরীক্ষার্থীদের।

এদিন প্রথমে রুবি মোড়ের চিংড়িহাটার দিকটি সম্পূর্ণ অবরুদ্ধ করে দেওয়া হয়। যার জেরেই একের পর এক গাড়ি রাস্তায় পরপর দাঁড়িয়ে পড়ে। তবে আটকে পড়া বেশিরভাগ যাত্রী জানেনই না কী কারণে এই অবরোধ। কিন্তু পরে পুলিশই ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে বিক্ষুব্ধ গাড়ি চালকদের সঙ্গে কথা বলে রাস্তা স্বাভাবিক করে দেয় পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে খবর। অবরোধকারীদের অভিযোগ করছেন, “আমরা CNG পাই-ই না। মাঝেমধ্যে আশপাশে কিছুটা পাই। তবে বেশিরভাগ ক্ষেত্রেই পাই না। আমরা CNG পেতে চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকি। আমাদের পেটে খাবার নেই তো। আমাদের কথা কেউ শুনছে না। শুধু নতুন নতুন  গাড়ি এনে দিচ্ছে। নতুন গাড়ি এলেও এখানে পর্যাপ্ত সিএনজির ব্যবস্থা নেই।

 

 

 

 

spot_img

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...