Monday, January 12, 2026

কেন্দ্রীয় এজেন্সির ‘অতি সক্রিয়তা’, মঙ্গলের সকালে ঝাড়গ্রাম – চুঁচুড়ায় ইডি অভিযান! 

Date:

Share post:

১০০ দিনের কাজের টাকা এখনও দেয়নি কেন্দ্রীয় সরকার (Government of India), অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী বঞ্চিতদের প্রাপ্য দেওয়ার ঘোষণা করতেই ফের অ্যাকশনে কেন্দ্রীয় এজেন্সি। রাত থাকতে ঝাড়গ্রামে সরকারি আধিকারিকের বাড়ির চারপাশ ঘিরে ফেললেন সিআরপিএফ জওয়ানরা (CRPF) । সাতসকালে চুঁচুড়াতেও (Chunchura) ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি ইডি (ED) আধিকারিকদের।

ঝাড়গ্রামের বাছুরডোবা হাউজিং ব্লক-বি-এর (Block B) এক সরকারি আবাসনে এই মুহূর্তে অভিযান চালাচ্ছে ইডি (ED)। শুভ্রাংশু মণ্ডল (Shubhrangshu Mondol) নামে এক ডব্লুবিসিএস অফিসারের বাড়িতে জাতিগত শংসাপত্র সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তল্লাশি চলছে বলে জানা যায়। পাশাপাশি ধোনেখালি ও বেলডাঙা থানায় যে এফআইআর হয়েছিল তার ভিত্তিতে আর সকাল সকাল চুঁচুড়ায় ময়নাডাঙ্গা রোডে এক ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে গেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সন্দীপ সাঁধুখা নামের ওই ব্যক্তির বাড়ির চারপাশও সিআরপিএফ জওয়ানরা ঘিরে রেখেছেন। প্রায় ১ কোটি ৭৯ লক্ষ টাকা তছরুপের অভিযোগ সন্দীপের বিরুদ্ধে বলে ইডির তরফে জানানো হয়েছে। সল্টলেকে বিদ্যাসাগর নিকেতনে এস কে পান ( ২০১৮ সালে ধনেখালিতে BDO ছিলেন) নামের প্রাক্তন এক সরকারি আধিকারিকের বাড়িতেও পৌঁছেছে ইডি। মুর্শিদাবাদের বহরমপুরেও চলছে কেন্দ্রীয় এজেন্সির অভিযান।

কেন্দ্র ১০০ দিনের কাজে টাকা না দেওয়ার প্রতিবাদে রেড রোডে তৃণমূল কংগ্রেসের ধর্না চলছে। মুখ্যমন্ত্রী নিজে একুশে ফেব্রুয়ারি ২১ লক্ষ বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেছেন। অর্থাৎ যে কাজ কেন্দ্রের করার কথা তা রাজ্য সরকারকে করতে হচ্ছে। এরপরই কেন্দ্রীয় এজেন্সির ‘অতিসক্রিয়তা’য়, প্রতিহিংসার রাজনীতির গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহলের একাংশ।

spot_img

Related articles

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...