Saturday, August 23, 2025

আজ ‘এক দেশ এক ভোট’ বৈঠক, মমতার অনুপস্থিতিতে দিল্লিতে সুদীপ-কল্যাণ!

Date:

Share post:

মঙ্গলেই ‘এক দেশ এক ভোট’ (One Nation One Election) নিয়ে হাই মনিটরিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। দুপুর ২ টো নাগাদ রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির এই বৈঠকে আজ থাকতে পারছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিকালে নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী (CM) জানান, রাজ্য বাজেটের কারণে এই মুহূর্তে যথেষ্ট ব্যস্ত তিনি। ঠিক সেই কারণেই দিল্লি যাচ্ছেন না। তবে তৃণমূলের তরফে ২ সাংসদ আজকের বৈঠকে উপস্থিত থাকছেন বলে খবর।

মোদি সরকার ‘ওয়ান নেশন ওয়ান ভোট’ পলিসি চালু করার কথা জানালে ১১ জানুয়ারি আপত্তি জানিয়ে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই পদ্ধতি কার্যকর করলে তা আখেরে সমস্যা তৈরি করবে বলেই আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন ছিল, এক দেশ বলতে কী বোঝানো হচ্ছে? বিভিন্ন রাজ্যের কার্যপ্রণালী বিভিন্ন রকম, সে ক্ষেত্রে লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে কী করে করা সম্ভব ? আজ প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে দিল্লিতে দুপুর দুটোয় বৈঠক শুরু হবে। বাংলার মুখ্যমন্ত্রীর অনুপস্থিতির বিষয়টি হাইপাওয়ার কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দকে আগেই জানানো হলে, তিনি অনুমতি দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। বাংলার তরফে এই বৈঠকে উপস্থিত থাকবেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।


spot_img

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...