Thursday, December 18, 2025

ভাইরাল ভিডিওর খুদে রাজঋষি মোহনবাগান তাঁবুতে, সচিব থেকে সমর্থকরা উচ্ছ্বাসে ভাসলেন

Date:

Share post:

ডার্বি ম্যাচের দিন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যায় ১-২ গোলে পিছিয়ে থাকা মোহনবাগানের খুদে সমর্থক গোল শোধের জন্য প্রার্থনা করছে।দিমিত্রি পেত্রাতোস গোল দিতেই আবেগে ভেসে যায় সে। কাঁদতে দেখা যায় তাঁকে।সেই ভিডিও মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মোহনবাগান সুপার জায়েন্ট। শুধু তাই নয়, সবুজ-মেরুনের পক্ষ থেকে এবার বিশেষ পুরস্কার পাচ্ছে বাগুইআটির রাজঋষি।
ক্লাস টু-তে পড়া সমর্থকের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন তার কাকিমা। এবার এই খুদের মোহনবাগান প্রীতিতে মুগ্ধ ক্লাবও। রাজঋষির জন্য স্পেশাল গিফট দিয়ে দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। ফোন করে তিনি বলেন, ‘আমি তোমায় প্রতি ম্যাচে দু’টো করে টিকিট দেব। তুমি যাবে গিয়ে খেলা দেখে আসবে।

তাকে ক্লাবে আসার আমন্ত্রণ জানিয়ে দেবাশিস বলেন, ‘ইসকা নাম হ্যায় মোহনবাগান বলেছিলে না? একদিন এসো ক্লাবে এসে দেখে যাও তোমার প্রিয় মোহনবাগান কেমন। এসে ক্লাব দেখে যাবে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বাগুইআটির রাজঋষি পরিবারের সঙ্গে টিভিতে খেলা দেখছে, আর আপন মনে কী যেন বিড়বিড় করে বলছে। বিষয়টা তখনও স্পষ্ট ছিল না। নজর তখন পুরোপুরি টিভির দিকে। এর মধ্যেই দিমিত্রির সেই গোল দেখে উচ্ছ্বাসে লাফিয়ে ওঠে ক্লাস টুয়ের ছাত্র রাজঋষি। নিজের মতো করেই চলতে থাকে সেলিব্রেশন। আর বলতে থাকে, ‘ইস কা নাম হ্যায় মোহনবাগান’!ফুটবল অন্তপ্রাণ এই খুদে প্রিয় ক্লাব মোহনবাগান এসজিকে পিছিয়ে থাকতে দেখাটা মোটেই বরদাস্ত করতে পারছিল না। তাই গোলের আনন্দের সেলিব্রেশন দেখে কাঁদতেও দেখা যায় রাজঋষিকে।

মঙ্গলবার বাবা-মায়ের সঙ্গে রাজঋষি গিয়েছিল সবুজ মেরুন তাঁবুতে। সেলফি জোনের পাশাপাশি ঐতিহাসিক অমর একাদশের মূর্তির সামনে দাঁড়িয়ে ছবিও তোলে। রাজঋষির নাম লেখা মোহনবাগান সুপার জায়ান্টের জার্সি, ব্যাগ, টুপি উপহার দেওয়া হয় তাকে। ট্রফি ক্যাবিনেটের সামনে দাঁড়িয়েও সেই সম্পর্কে খুঁটিনাটি জেনে নেয় এই খুদে বাগান-ভক্ত।

 

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...