Monday, December 8, 2025

IAS-IPS আধিকারিকদের জাতি সংরক্ষণ থাকার যুক্তি কী? প্রশ্ন সুপ্রিম কোর্টের

Date:

Share post:

উচ্চপদস্থ আধিকারিক হওয়ার পরেও কোনও পরিবারের জাতিগত সংরক্ষণের কী প্রয়োজন, প্রশ্ন তুলল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জাতিগত সংরক্ষণ ব্যবস্থার পরিবর্তনে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া একটি মামলার শুনানিতে সংরক্ষণের আসল উদ্দেশ্য তুলে ধরতে কীভাবে সংরক্ষণের প্রয়োগ হওয়া উচিত তা নিয়েই সওয়াল করেন পাঞ্জাবের অ্যাডভোকেট জেনারেল। সেখানেই IAS, IPS আধিকারিকদের পরিবারের বংশানুক্রমে সুবিধা ভোগের সংরক্ষণ নীতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি বি আর গভাই।

সংরক্ষণের সুবিধা বাস্তবিক যাদের প্রয়োজন তাঁদের তুলে দিতে জাতিগত সংরক্ষণের ‘সাব-ক্লাসিফিকেশনে’র আইন আনার প্রক্রিয়া শুরু করে পাঞ্জাবের আপ সরকার। সেই প্রক্রিয়াতেই মামলা হয় সর্বোচ্চ আদালতে। মামলার শুনানি হয় বুধবার প্রধানবিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাত বিচারপতির ডিভিশন বেঞ্চে। আদালত পাঞ্জাবের অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন করে উপ-শ্রেণির উদ্দেশ্য নিয়ে। প্রশ্ন করা হয়, এর ফলে কী কোনও জাতির উপ-শ্রেণি যারা সংরক্ষণের সুবিধা পেয়ে উন্নতি করেছে, তাঁরা সাধারণ বা জেনারেল ক্যাটাগরির সঙ্গে প্রতিযোগিতায় নামবে?

পাঞ্জাব অ্যাডভোকেট জেনারেল ইতিবাচক উত্তর দিলে নিজের মন্তব্য পেশ করেন বিচারপতি বি আর গভাই। তিনি বলেন, ‘একজন এসসি বা এসটি ব্যক্তি যখন IAS বা IPS হয়ে যান, তখন তাঁদের সন্তানরা সেই সব অসুবিধার সম্মুখিন হন না যা তাঁরই ক্যাটাগরির একজন মানুষ যিনি গ্রামে রয়েছেন তাঁরা পান না, অথচ নিয়ম অনুযায়ী তাঁরা সেই সব সুবিধা দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মেও ভোগ করে যান নিয়মের বলে।’

পাঞ্জাব সরকার চায় এই ধরনের উপ-শ্রেণিকে সমাজের সবচেয়ে ওপরের শ্রেণিতে ফেলতে, আদালতে জানান বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল ও পাঞ্জাবের এজি গুরমিন্দর সিং। প্রধান বিচারপতি সর্বোচ্চ শ্রেণিকে ১০০ শতাংশ বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলে ৫০ শতাংশ সংরক্ষণের পক্ষে সওয়াল করেন। তাতে যারা সংরক্ষণের সুবিধা নিতে চাইবেন তাঁদের জন্য পথ খোলা থাকবে। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি।

spot_img

Related articles

সিটংয়ে গভীর রাতে গাড়ি দুর্ঘটনা! প্রাণ হারালেন পঞ্চায়েত সদস্যসহ তিন

দার্জিলিংয়ের সিটংয়ে ভয়াবহ যানবাহন দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। তাঁদের মধ্যে একজন পঞ্চায়েত সদস্যও রয়েছেন। খবর মিলেছে, ঘটনাটি ঘটেছে...

বিতর্ক ভুলে বাইশ গজে সাধনায় মগ্ন স্মৃতি, সতীর্থের জন্য জেমাইমার বার্তা

বিতর্ককে পিছনে ফেলে অবশেষে ক্রিকেট মাঠে ফিরলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। সোমবার থেকে ফের অনুশীলন শুরু করলেন ভারতীয় দলের...

নকল নাম চিহ্নিতকরণে নয়া ব্যবস্থা! SIR নজরদারিতে আরও পাঁচ স্পেশাল রোল অবজারভার নিয়োগ কমিশনের

ভোটার তালিকায় নকল বা ডুপ্লিকেট নাম চিহ্নিত করতে আরও এক ধাপ এগোল নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনে স্বচ্ছতা...

বিজেপির সংস্কৃতি মন্ত্রীর মুখে বঙ্কিমের ভুল নাম! সংসদে একের পর এক তোপ তৃণমূলের

বাঙালির প্রতি বিজেপির নেতাদের অসম্মানের পাশাপাশি এবার বিজেপির টিকিটে জিতে দেশের মন্ত্রী হয়ে বসা ব্যক্তিদের অজ্ঞতাও প্রকাশ্যে চলে...