Friday, November 14, 2025

“ওবিসি নন, মিথ্যে বলছেন উনি”, মোদির বিরুদ্ধে অভিযোগ রাহুলের

Date:

Share post:

জাতিগত পরিচয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অসত্য ভাষণের অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। জানালেন, নরেন্দ্র মোদি জাতিগতভাবে অনগ্রসর গোষ্ঠী (ওবিসি)-ভুক্ত নন। রাহুলের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে গোটা দেশে জল্পনা তৈরি হওয়ার পর নতুন করে গুরুতর অভিযোগ উঠল মোদির বিরুদ্ধে।

‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ উপলক্ষ্যে বর্তমানে ওড়িশায় ঝাড়সুগুড়ায় রয়েছেন রাহুল গান্ধী। সেখানেই এক সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সাংসদ বৃহস্পতিবার বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর জাতিগত পরিচয় নিয়ে মিথ্যা দাবি করছেন। আদতে তিনি অন্যান্য অনগ্রসর গোষ্ঠী (ওবিসি)-ভুক্ত নন। সাধারণ শ্রেণিভুক্ত।” এর পরে মোদি সম্পর্কে তাঁর অভিযোগের ‘ব্যাখ্যা’ও দেন রাহুল। তিনি বলেন, “ওবিসি জাতিভুক্ত কোনও পরিবারে জন্মগ্রহণ করেননি। গুজরাতের সাধারণ শ্রেণিভুক্ত ‘তেলি’ পরিবারে তাঁর জন্ম হয়েছিল। ২০০০ সালে গুজরাতের বিজেপি সরকার ওই জনগোষ্ঠীকে ‘ওবিসি’ তকমা দিয়েছিল।” অবশ্য রাহুলের দাবিতে কোনও ভুল নেই বলেই মনে অরছে রাজনৈতিক মহল। কারণ, মোদি ‘মোধ ঘাঞ্চি তেলি’ জাতিভুক্ত। বিজেপির জমানাতেই গুজরাটে ওবিসি তকমা পেয়েছিল এই সম্প্রদায়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার পর জাতীয় রাজনীতিতে নিজেকে প্রান্তিক জাতিভুক্ত হিসেবে তুলে ধরতে সক্রিয় নরেন্দ্র মোদি। এমনকি ২০১৪ সালে মোদির বিরুদ্ধে নিম্নমানের রাজনীতির অভিযোগ তুলেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সেই সময়ে পাল্টা মোদি অভিযোগ করেন ‘নিচু জাতের’ বলেই কংগ্রেসের আক্রমনের শিকার তিনি। নিচু জাতের মানুষের রাজনীতির অধিকার কেড়ে নিতে চায় কংগ্রেস। এবার মোদির জাতিগত পরিচয়ের আসল স্বরূপ তুলে ধরলেন রাহুল।

spot_img

Related articles

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...