Saturday, January 10, 2026

ভোট প্রচারে স্কুলের পড়ুয়াদের ‘ব্ল্যাকমেলিং’ শেখালেন মহারাষ্ট্রের বিধায়ক! নিন্দার ঝড় সব মহলে

Date:

Share post:

নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ, ভোট প্রচারে কোনওভাবেই নাবালকদের যুক্ত করা যাবে না। এমনকী, বাবা-মায়ের কোলে চড়েও তাঁরা সভা-মিছিলে যেতে পারবে না। অথচ মহারাষ্ট্রের (Maharastra) শিবসেনা (শিন্ডে) বিধায়ক সন্তোষ বাঙ্গার (Santosh Bangar) একটি স্কুলে গিয়ে প্রাথমিকের পড়ুয়াদের তাঁর হয়ে প্রচারে বাবা-মাকে ব্ল্যাকমেইল করতে নির্দেশ দেন। সেই ভিডিও ভাইরাল (Video Viral) হতেই নিন্দার ঝড় উঠেছে সব মহলে।

বিধায়ক সন্তোষ বাঙ্গার (Santosh Bangar) সম্প্রতি তাঁর এলাকার একটি স্কুল পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে পড়ুয়াদের বিধায়ক বলেন, তাদের বাবা-মা তাঁকে ভোট না দিলে তারা যেন খাবার না খায়। সমাজমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। সেখানে দেখা যায়, বিধায়ক বলছেন, ‘‘যদি পরের বার নির্বাচনে তোমাদের বাবা-মা আমায় ভোট না দেন, তা হলে তোমরা দুদিন খাবে না।’’ এই কথা শুনে শিশুরাও মাথা নাড়ে। তার পর তিনি পড়ুয়াদের ‘ছড়া’ কেটে বলতে শেখান, ‘‘সন্তোষ বাঙ্গারকে ভোট দাও, তবেই আমরা খাব খাবার।’’ সেই সময় সেখানে হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা।

এর আগেও বিতর্কিত মন্তব্য করে খবরে এসেছেন বাঙ্গার। প্রকাশ্যে সমাবেশে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ানোয় তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। গত সপ্তাহেই নির্বাচন কমিশন একটি নির্দেশিকা জারি করে জানায়, নির্বাচনী কোনও বিষয়ে নাবালকদের যুক্ত করা যাবে না। এরপরে ওই ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে। তীব্র সমালোচনা করেন মহারাষ্ট্রে এনসিপি এবং কংগ্রেস নেতারা। তাঁদের অভিযোগ, বাঙ্গার যা বলেছেন, তাতে নির্বাচন কমিশনের নির্দেশিকার অবমাননা হয়েছে। ওই বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত কমিশনের।

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...