Wednesday, January 14, 2026

সারা দেশে এই প্রথমবার ১৩টি আঞ্চলিক ভাষায় হবে কনস্টেবল নিয়োগ পরীক্ষা

Date:

Share post:

এবার বাংলা ভাষাতেও দেওয়া যাবে সিআইএসএফের কনস্টেবল নিয়োগ পরীক্ষা ৷ সারা দেশে এই প্রথমবার ১৩টি আঞ্চলিক ভাষায় হবে এই পরীক্ষা ৷ কনস্টেবল (জিডি) পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে (সিএপিএফ) আধিকারিকদের নিয়োগ করা হবে ৷ যাঁরা হিন্দি বা ইংরেজিতে পারদর্শী নন, তাঁদের জন্য এই পরীক্ষা পদ্ধতিকে সহজ করে তোলা হয়েছে । এবার প্রার্থীরা হিন্দি বা ইংরেজি ছাড়াও ১৩টি অন্যান্য আঞ্চলিক ভাষায় এই পরীক্ষা দিতে পারবেন ৷

কেন্দ্রের কনস্টেবল (জিডি) পরীক্ষাটি ২০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ অনুষ্ঠিত হবে ৷ দেশব্যাপী ১২৮টি কেন্দ্রে প্রায় ৪৮ লক্ষ প্রার্থী এই পরীক্ষায় অংশ নেবেন । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতি দিয়ে আঞ্চলিক ভাষায় পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে ৷ এই বিবৃতিতে বলা হয়েছে, সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ নিয়োগের জন্য হিন্দি এবং ইংরেজি ছাড়াও ১৩টি আঞ্চলিক ভাষায় কনস্টেবল (জিডি) পরীক্ষা নেওয়া হবে ।

স্বরাষ্ট্রমন্ত্রক আরও জানিয়েছে, “এই পরীক্ষায় বিভিন্ন রাজ্যের যুবকদের অংশগ্রহণ বাড়ানো এবং পরীক্ষা প্রক্রিয়াটিকে আরও সহজতর করতে এই নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পরীক্ষা গ্রহণকারী ১৩টি আঞ্চলিক ভাষার মধ্যে রয়েছে অসমীয়া, বাংলা, গুজরাটি, মারাঠি, মালায়লাম, কন্নড়, তামিল, তেলুগু, ওড়িয়া, উর্দু, পাঞ্জাবি, মণিপুরি এবং কোঙ্কনি ।মন্ত্রক জানিয়েছে, স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) দ্বারা অনুষ্ঠিত হবে কনস্টেবল (জিডি) পরীক্ষাটি ৷ সারা দেশ থেকে লক্ষ লক্ষ তরুণ-তরুণী এই পরীক্ষায় অংশ নেবেন । এই সিদ্ধান্তটি দেশব্যাপী লক্ষ লক্ষ তরুণদের তাদের মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় পরীক্ষা দিতে সাহায্য করবে ।

spot_img

Related articles

মহাশ্বেতা দেবীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলার গর্ব বিখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জন্মবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

থাইল্যান্ডে রেল দুর্ঘটনা, ক্রেন ভেঙে লাইনচ্যুত ট্রেন! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

থাইল্যান্ডে বুধবার নির্মীয়মান হাই-স্পিড রেল লাইনের একটি ক্রেন একটি যাত্রীবাহী ট্রেনের উপর ভেঙে পড়ে, যার ফলে ট্রেনটি লাইনচ্যুত...

হায়দরাবাদের জনবহুল এলাকায় সিলিন্ডার বিস্ফোরণ!

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল হায়দরাবাদের কুকাটপল্লির রাজীব গান্ধী নগর। মঙ্গলবার রাতে একটি অবৈধ গ্যাস রিফিলিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের...

আজ হাইকোর্টে ইডি-আইপ্যাক মামলার শুনানি, প্রবেশ নিয়ন্ত্রণ এজলাসে

আইপ্যাকের (I-PAC) সল্টলেক অফিসে কেন্দ্রীয় এজেন্সির হানার ঘটনায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Banerjee) রাজ্যের শাসক...