Saturday, January 17, 2026

দিল্লি যাওয়া ঠেকাতে কৃষকদের ওপর ২৫ মিনিট ধরে টিয়ার গ্যাসের সেল!

Date:

Share post:

কোনওভাবেই কৃষকদের দিল্লি অভিযান আটকাতে বদ্ধপরিকর বিজেপি শাসিত সব রাজ্য ও কেন্দ্র সরকার। হরিয়ানা দিয়ে দিল্লি ঢোকার সব সীমান্ত বন্ধ করে রাখলেও টিয়ার গ্যাস ব্যবহারের বিশেষ পদ্ধতি নিয়ে সোমবার থেকেই ‘জঙ্গি মোকাবিলা’ কায়দায় প্রস্তুতি নিয়েছিল দিল্লি ও হরিয়ানা প্রশাসন। আর তার এক অমানুষিক নমুনা মঙ্গলবার সকালে দেখালো হরিয়ানা পুলিশ। প্রায় ২৫ মিনিট ধরে টানা টিয়ার গ্যাসের সেল বর্ষণ করা হল আন্দোলনকারী কৃষকদের ওপর।

সোমবার মধ্যরাতে চণ্ডীগড়ে কৃষকদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা এবং কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষা মন্ত্রী পীযূষ গয়াল। কিন্তু বলাইবাহুল্য পাঁচ ঘণ্টার বৈঠকের শেষেও কোনও রফাসূত্র মেলেনি। দিল্লি পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞ হন হকের দাবিতে পথে নামা কৃষকরা। দিল্লির প্রধান সব সীমানা সিল করে দেওয়ার পর নতুন পথ খোঁজেন তাঁরা। আম্বালা-শম্ভু, কনৌরি-ঝিন্দ ও দাবওয়ালি সীমানা দিয়ে দিল্লি ঢোকার পরিকল্পনা নেন তাঁরা। সেই মতো মঙ্গলবার সকাল থেকে হাজার হাজার কৃষক শম্ভু সীমান্তে জমা হন।

তবে সোমবারই ড্রোনের মাধ্যমে টিয়ার গ্যাস কৃষকদের সীমানায় বর্ষণ করার অনুশীলন করে রেখেছিল দিল্লি ও হরিয়ানা পুলিশ। মঙ্গলবার দেখা গেল তারই প্রতিফলন। বেলা ১২ টা বাজতেই মুহুর্মুহু টিয়ার গ্যাসের সেল বর্ষণে কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নিল শম্ভু সীমানা। কৃষকদের ছত্রভঙ্গ করতে প্রায় ২৫ মিনিট ধরে টিয়ার গ্যাস ফাটানোয় চারিদিক ধোঁয়ায় পুরোপুরি ঢেকে যায়। কৃষকদের দাবিকে যে কোনও ভাবে যে দমন করা লক্ষ্য দিল্লির প্রশাসনের, তা বুঝিয়ে দিল হরিয়ানা প্রশাসনও।

spot_img

Related articles

প্রহসনে পরিণত হয়েছে হেনস্থার এই হিয়ারিং! অভিযোগ জানিয়ে কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধি দল

বাংলা জুড়ে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত শুনানি কার্যত হেনস্থার রূপ নিয়েছে—এই অভিযোগ তুলে শনিবার বিকেলে নির্বাচন কমিশনের...

ডাকটিকিটে দেব! আবেগে আপ্লুত অনুরাগীরা

সাংসদ-অভিনেতা দেবের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও এক ঐতিহাসিক পালক। ভারতীয় ডাকবিভাগের প্রকাশিত বিশেষ ডাকটিকিটে স্থান পেল ঘাটালের...

বিজেপির ধর্মীয় অনুষ্ঠানে কলেজের কাছে চাঁদা চাওয়ার অভিযোগ! উত্তেজনা ঝাড়গ্রামে

বিজেপির ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তেজনা ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের মানিকপাড়ায় অবস্থিত মানিকপাড়া শতবার্ষিকী মহাবিদ্যালয়ের কর্মচারীদের কাছ থেকে...

কসবার বিশ্বাসপাড়ায় বাড়িতে বিস্ফোরণ, তদন্তে পুলিশ

খাস কলকাতাতেই ফের বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কসবার বিশ্বাসপাড়ায় একটি বাড়ির নীচের ঘরে শনিবার বিকেলে ভয়াবহ বিস্ফোরণ হয়।...