Tuesday, August 26, 2025

জাতীয় চলচ্চিত্র উৎসবের খেতাব থেকে ছেঁটে ফেলা হল ইন্দিরা গান্ধীর নাম

Date:

Share post:

নাম রাজনীতি নিয়ে বারবার বিভিন্ন রাজ্যকে বঞ্চনায় রাখার রাজনীতি দীর্ঘদিন ধরে করে আসছে কেন্দ্রের বিজেপি সরকার। এবার নাম রাজনীতির শিকার প্রাক্তন প্রধানমন্ত্রী তথা দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। জাতীয় খেতাব থেকে ছেঁটে ফেলা হল ইন্দিরা গান্ধীর নাম। সেই সঙ্গে খেতাবের নাম থেকে বাদ পড়ল প্রয়াত অভিনেত্রী নার্গিসের নামও।

জাতীয় চলচ্চিত্র উৎসবে সেরা নবীন পরিচালকের জন্য ‘ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ডস ফর বেস্ট ডেবিউ ফিল্ম অফ এ ডিরেক্টর’ নামে একটি পুরস্কার প্রচলিত ছিল। এবার সেই খেতাবের নাম থেকে ইন্দিরা গান্ধীর নাম ছেঁটে ফেলে নতুন নাম দেওয়া হল ‘বেস্ট ডেবিউ ফিল্ম অফ এ ডিরেক্টর’। পাশাপাশি দেশের সম্প্রীতি রক্ষায় শ্রেষ্ঠ খেতাবের নাম থেকে অভিনেত্রী নার্গিসের নাম শুধু ছেঁটেই ফেলা হয়নি, খেতাবটির মূল উদ্দেশ্যকেই বদলে ফেলা হয়েছে। নতুন খেতাবের নামকরণ করা হয়েছে ‘বেস্ট ফিচার ফিল্ম প্রোমোটিং ন্যাশানাল, সোশ্যাল অ্যান্ড এনভারনমেন্টাল ভ্যালুজ’।

চলচ্চিত্র জগতে জাতীয় স্তরে খেতাবের নামের পরিবর্তন নিয়ে করোনা পরিস্থিতির অজুহাত দিলেও আদতে দেশের গোটা ফিল্ম জগৎ সেই পরিস্থিতিকে কাটিয়ে ঘুরে দাঁড়িয়ে লাভের মুখ দেখতে শুরু করেছে। সেই পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকারের নাম পরিবর্তন এবং তার ধরন দেখলে স্পষ্ট ঐতিহ্যকে নষ্ট করাই এই সরকারের উদ্দেশ্য।

করোনা পরিস্থিতির দোহাই দিলেও বেশ কিছু খেতাবের পুরস্কার মূল্য বাড়ানো হয়েছে। আবার বেশ কিছু পুরস্কারকে একত্রিত করে বেশ কিছু বিভাগকে তুলেই দেওয়া হয়েছে। আবার যেমন নার্গিসের নামে প্রদত্ত খেতাবটিকে অন্য একটি খেতাবের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে।

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...