Sunday, January 11, 2026

‘বঞ্চিত’দের লিজের টাকা ফেরতের দায়িত্ব নেবে তৃণমূল: পার্থ, সন্দেশখালিতে ১৮ তারিখ সভা

Date:

Share post:

সন্দেশখালিতে শান্তি ফেরাতে বদ্ধপরিকর তৃণমূল (TMC)। মঙ্গলবার বিকেলে সন্দেশখালির (Sandeshkhali) কালীনগরে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhoumik)। সেখানে দাঁড়িয়েই পার্থ ভৌমিক জানিয়ে দেন, যেসব গ্রামবাসীকে লিজের টাকা দেওয়া হয়নি, তাঁদের সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে তৃণমূল (TMC)। একই সঙ্গে শিবু হাজরা বিষয়েও দলের অবস্থান স্পষ্ট করেন সেচমন্ত্রী। জানান, এলাকায় শান্তির পরিবেশ ফেরাতে ১৮ ফেব্রুয়ারি সন্দেশখালিতে জনসভা করবে তৃণমূল। চন্দ্রিমা ভট্টাচার্য-সহ জেলার একাধিক মন্ত্রী ওই সভায় উপস্থিত থাকবেন।

বিরোধীদের উস্কানিতে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত সন্দেশখালি। বিজেপি এবং সিপিএম সমর্থকদের অপপ্রচার রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। সোমবার রাত থেকে আংশিকভাবে চালু করা হয়েছে। মঙ্গলবার, পুরোপুরি চালু হয়েছে পরিষেবা। এলাকায় দোকান-বাজার খুলেছে।

কলকাতা হাইকোর্ট গোটা সন্দেশখালিজুড়ে ১৪৪ ধারা জারি খারিজ করার পরেই এদিন বিকেলে কালীনগরে পৌঁছন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। স্থানীয়দের পাশাপাশি তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন তাঁরা। বৈঠকও করেন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেচমন্ত্রী বলেন, “এটা উত্তরপ্রদেশ নয়, যেখানে ধর্ষণ করে নির্যাতিতাকে পুড়িয়ে দেওয়া হয়। এটা বাংলা। এখানে মায়েদের সম্মান নষ্ট হয় না। তাছাড়া মা-বোনরাই এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক।” এর পরেই ১৮ ফেব্রুয়ারি সন্দেশখালিতে তৃণমূলের জনসভা হবে বলে ঘোষণা করেন তিনি।

স্থানীয়দের করা অভিযোগের প্রেক্ষিতে সেচমন্ত্রী বলেন, ‘‘অভাব অভিযোগ রয়েছে। লিজের টাকা দেয়নি। ঠকিয়েছে বলে অভিযোগ উঠেছে। চাষের ভেড়ির টাকা দেয়নি। গত দু’বছর ধরে এমন সব অভিযোগ উঠেছে। সেই টাকা দেওয়ানোর দায়িত্ব নেবে তৃণমূল।’’ পাশাপাশি, তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুকে নিয়ে সেচমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, উত্তম সর্দার মতো শিবুর বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণ হলে পদক্ষেপ করতে পিছুপা হবে না দল।

তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী (Narayan Goswami) বলেন, “কিছু রাজনৈতিক দল ও এক শ্রেণির মিডিয়া সন্দেশখালি নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা চাইছে সন্দেশখালিতে আগুন জ্বালাতে। মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। কেউ যদি মানুষের উপর অত্যাচার করে থাকে দল তার ব্যবস্থা নেবে, যার উদাহরণ উত্তম সর্দার।”

 

 

spot_img

Related articles

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...