Thursday, August 21, 2025

পাঞ্জাবে যাবেন মমতা: স্বর্ণমন্দির থেকে রাজনৈতিক বৈঠক- সফরে আর কী কী

Date:

Share post:

কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসার জেরে ১০০ দিনের কাজে টাকা না পাওয়া মানুষদের রাজ্য সরকারের পক্ষ থেকে বকেয়া মিটিয়ে দিয়েই পাঞ্জাব যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। ২১ ফেব্রুয়ারি স্বর্ণমন্দিরে যাওয়ার কথা রয়েছে তৃণমূল (TMC) সভানেত্রীর। লোকসভা ভোটের মুখে হঠাৎই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঞ্জাব সফর নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

সূত্রের খবর, ২১ ফেব্রুয়ারি পাঞ্জাবে (Panjab) যাবেন মমতা৷ সেখানে স্বর্ণমন্দিরে যাওয়ার পাশাপাশি আপ (AAP) নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন তৃণমূল সুপ্রিমো৷ পাঞ্জাবির মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের (Bhagwant Mann) পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সঙ্গেও বৈঠক করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। বৈঠকে কীভাবে দিল্লি-পাঞ্জাব সীমানায় কৃষক আন্দোলনের ঝাঁঝ বাড়ানো যায়, তা নিয়ে আপ নেতৃত্বকে পরামর্শ দিতে পারেন মমতা। দেশে তাঁর মতো আন্দোলন সংগঠিত করার ক্ষমতা খুব কম নেতারই আছে। তৃণমূল সুপ্রিমো নিজেই বলেছেন, তাঁর আরেক নাম ‘আন্দোলন’।

কেন্দ্র থেকে মোদি সরকারকে হঠাতে যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল সেখানে কংগ্রেসের ‘দাদাগিরি’তে মনক্ষুণ্ণ তৃণমূল-সহ বেশ কয়েকটি দল। বাংলায় যে জোট হবে না সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তৃণমূল সভানেত্রী মমতা। এক্ষেত্রে আম আদমি পার্টি ও তৃণমূল নীতিগত দিক থেকে মিলে রয়েছে৷ কারণ, আপও জানিয়েছে, পাঞ্জাবে কংগ্রেসকে আসন ছাড়া হবে না৷ এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনে তৃণমূল ও আপের স্ট্র্যাটেজি কী হতে পারে, তা নিয়েও মমতার সঙ্গে আপ নেতৃত্বের আলোচনা হতে পারে। সবমিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) পাঞ্জাব সফরে নজর জাতীয় রাজনৈতিক মহলের।

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...