Sunday, August 24, 2025

হাতে লেখা ৩২৭ ফুট চিঠি! সংরক্ষণের দাবি তুলছেন আসানসোলের প্রেমিক অনুপম

Date:

Share post:

জীবনে ভালবাসা এসেছিল বটে, তবে তা অন্যত্র চলে যেতেও খুব একটা বেশি সময় নেয়নি। তাই বলে কি অনুভূতিদের বিদায়টাও বাধ্যতামূলক? বোধহয় না। আর সেই কারণে প্রেমিকা চলে যাওয়ার কষ্ট যন্ত্রণাকে কাগজের পাতায় লিখতে শুরু করেছিলেন আসানসোলের প্রেমিক অনুপম ঘোষাল (Anupam Ghoshal)। একসময় সাংবাদিকতা করেছেন তাই লেখালেখিতে বরাবরই পটু তিনি। প্রেমিকা পারমিতা ২০০০ সালে তাঁকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে ‘সুইসাইড নোট’ লিখতে শুরু করেন অনুপম (Anupam Ghosal)। কিন্তু সেই লেখা যে এতটা দীর্ঘ হয়ে যাবে সেটা তিনি কল্পনা করতে পারেননি। প্রায় ৩২৭ ফুট চিঠি লিখে সকলকে তাক লাগিয়েছেন আসানসোলের (Asansole) বার্নপুর রোডের বাসিন্দা।

মনের কথা লিখতে লিখতে এভাবে যে অসাধারণ সাহিত্য সৃষ্টি করে ফেলবেন তিনি তা কখনওই ভাবেননি। বর্তমানে কলকাতার দুটি বড় পাবলিশার্স এই চিঠিকে বই হিসেবে প্রকাশ করেছে। সেই বই আবার বইমেলাতে বিক্রিও হয়েছে। কিন্তু দিনে দিনে মূল চিঠিটি যে নষ্ট হয়ে যাচ্ছে। এত বড় চিঠি রাখা তাঁর একার পক্ষেও সম্ভব নয় বলে জানিয়েছেন অনুপম ঘোষাল। তাই তিনি চাইছেন সরকার যদি উদ্যোগী হয়ে এই চিঠি সংরক্ষণের ব্যবস্থা করে তাহলে এই সৃষ্টি বেঁচে থাকতে পারে। পাশাপাশি ভালোবাসা দিনে প্রেমিক-প্রেমিকাদের উদ্দেশ্যে তিনি বলেন যে, ভালবাসা জীবনে আসবে বা যাবে।এর থেকে খারাপ কিছু হবে না। কিন্তু এমন সৃষ্টিশীল কিছু করা দরকার যেটা পৃথিবীর বুকে অমর হয়ে থেকে যাবে।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...