Saturday, January 10, 2026

রোবটের ভুলে প্রাণ গেল ক্যানসারে আক্রান্ত মহিলার! প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে দায়ের মামলা

Date:

Share post:

সার্জিকাল রোবটের (Surgical Robot) ভুলেই প্রাণ হারিয়েছেন ক্যানসারে (Cancer) আক্রান্ত স্ত্রী। এমনি অভিযোগ তুলে এক সার্জিকাল রোবট প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে এবার খুনের মামলা দায়ের করলেন আমেরিকার (America) এক বাসিন্দা। হার্ভে সাল্টজার নামে আমেরিকার ওই বাসিন্দার দাবি, কোলন ক্যানসারের চিকিৎসা চলছিল তাঁর স্ত্রীর। হার্ভে জানিয়েছেন, ৬ ফেব্রুয়ারি ইনটুইটিভ সার্জিকাল পদ্ধতিতে তাঁর স্ত্রীর চিকিৎসা হয়। রোবটের মাধ্যমে অস্ত্রোপচারের পর থেকেই স্যান্ড্রার শারীরিক অবস্থার অবন্নতি হতে শুরু করে। এমনটাই জানিয়েছেন হার্ভে। আর তার কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু হয় স্যান্ড্র্যার।

হার্ভের অভিযোগ, রোবটটির বিজ্ঞাপনে সংস্থার তরফে জানানো হয়েছিল মানুষের পক্ষে সম্ভব নয়, এমন সূক্ষ অস্ত্রোপচার রোবটি নির্ভুলভাবে করতে সক্ষম। অথচ হার্ভের অভিযোগ, স্যান্ড্র্যার অস্ত্রোপচারের সময় রোবটটি তাঁর ক্ষুদ্রান্ত্রে ফুটো করে দিয়েছিল। হার্ভের আরও অভিযোগ, সংস্থাটি আগে থেকেই জানত যে রোবটটির মধ্যে যান্ত্রিক ত্রুটি রয়েছে। তা সত্ত্বেও এই বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি। আর সেকারণেই রোবট প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেন আমেরিকার বাসিন্দা হার্ভে।

ইতিমধ্যে, স্ত্রীর মৃত্যুর কারণে রোবট প্রস্তুতকারী সংস্থাকে কাঠগড়ায় তুলে অবহেলা, পণ্যের দায়বদ্ধতা, নকশাগত ত্রুটি এবং ব্যক্তিগত ক্ষয়ক্ষতির জন্য ৭৫ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৬২ লক্ষ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন হার্ভে।

spot_img

Related articles

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...