Monday, August 25, 2025

‘যা গেছে তা যাক’, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

দূর নয় বেশি দূর
ওই সাজানো সাজানো
বকুল বনের ধারে ,
ওই বাঁধানো ঘাটের পাড়ে ,
যেথা অবহেলা সয়ে সয়ে
কিছু ফুল শুকানো শুকানো হয়ে
পড়ে পড়ে আছে
তার কিছু দূরে
ঘাটের চাতাল ছাড়িয়ে
ওখানে আমার মাতাল হৃদয়
সেদিন গিয়েছে হারিয়ে ।
যাক যা গেছে তা যাক ।

প্রেমে পড়া , ঘর বাঁধার স্বপ্ন এবং শেষপর্যন্ত ব্যর্থ । এই তো চিরকালের চেনা গল্প । আর সফল হলে ?
সফল হলে গল্প নেই । গান নেই । কবিতা নেই । সাফল্য যেন অপরাধ । সাফল্যের পাশে সাহিত্য নেই । সফলতা যেন নেই রাজ্যের বাসিন্দা ‌। মিলনে মরা প্রেম বিরহে বাঁচে।

‘ তারপর প্রেমিক ও প্রেমিকা সুখে-শান্তিতে সংসার করিতে লাগিল ‘ , এতে আর আশ্চর্যের কী আছে ! এ নিয়ে আর কী গান হবে ? এ নিয়ে লেখা কবিতা কোথায় পৌঁছোবে ? কে-ই বা পড়বে, শুনবে সেসব ?
‘ যার করতল নেই , সে কাকে ভিক্ষা দেবে ? ‘

তাই সাফল্য থাক । ব্যর্থতায় ফেরা যাক । হৃদয়ের বেদনার কথা গাইছেন এক ব্যর্থ প্রেমিক । স্থায়ী , অন্তরা ইত্যাদির পর্বান্তরে খানিক জিরিয়ে নিচ্ছেন তিনি । সেই ফাঁকে সান্ত্বনার নিভৃত নরম কথা সমস্বরে গাইছেন গানটির কোরাস দল । তাঁরা অসফল অতীত ভুলে গায়ককে সামনে তাকানোর পরামর্শ দিচ্ছেন । ভরসা দিচ্ছেন যেন । বোঝাতে চাইছেন , যা পাওয়া গেল না , তা নিয়ে হা-হুতাশ করে তো কোনো লাভ নেই । তাই , যা গেছে তা যাক ।

শুকসারীরা সেখানে
কূজনে কূজনে
দুজনে গাহিয়া যেতো ,
ওই নদীটি বহিয়া যেতো ।
বন হরিনী ত্বরিত
চকিত চরণে
চমক লাগায়ে দিয়ে
তার চেয়ে ভালো
চোখ দুটি দেখে
যেখানে যেত সে দাঁড়িয়ে ,
সেখানে আমার করুণ হৃদয়
সেদিন গিয়েছে হারিয়ে ।
যাক যা গেছে তা যাক ।

সাফল্য থাক । আপাতত ব্যর্থতায় ফেরা যাক । প্রেমের ফাঁদ পাতা ভুবনে , কে কোথা ধরা পড়ে কে জানে ।
‘ যা গেছে তা যাক ‘ , গানের ব্যর্থ নায়ক তাঁর যৌবনে পড়েছিলেন প্রেমের ফাঁদে । গ্রাম বাংলার বাঁধানো ঘাটের চাতাল , বকুল বন , ঝরে প’ড়ে থাকা শুকনো ফুলের স্তুপ , আর কলসি কাঁখে কাঙ্খিত প্রেয়সীর দর্শনে নায়কের মাতাল হৃদয় যেন চিরদিনের জন্য হারিয়ে গেছে সেখানেই ।

শুকসারী গান , বহতা নদী , বনহরিণীর চকিত চপল ছন্দ , আর হরিণের চেয়েও সুন্দর প্রিয়ার দীঘল চোখদুটি । এখানেই যে চুরি গেছে গায়কের হৃদয় ।

কিন্তু তারপর ?
এ বেদনার শেষ কোথায় ? কোথায় এই বিরহের অন্ত ? এই বিচ্ছেদ অন্তহীন । চির বিচ্ছেদ-জর্জর মজ্জা । যেদিন বধূবেশে সেজে অন্যের ঘর সামলাতে চিরদিনের মতো চলে গেল প্রেয়সী , বেদনার বৃত্ত সম্পূর্ণ হলো সেদিনই । ভাঙা মনে উথালপাথাল অনন্ত বেদনার গান ।

তাহলে কি কোনো সান্ত্বনাই আর অবশিষ্ট থাকলো না ? কে বলে ? কে বলে থাকলো না ? এত বড় পৃথিবীতে , এত দীর্ঘ জীবনে শুধু বিরহ দহন নিয়ে কীভাবে বাঁচবে মানুষ ? আছে । আছে সান্ত্বনা । আছে বিক্ষত হৃদয়ের আন্তরিক শুশ্রূষা । আছে , স্থান আছে , নইলে দাঁড়াবে কোথায় মানুষ ?

জীবনে এমন কিছু মর্মবিদারী ঘটনা বা দুর্ঘটনা প্রায় সবার জীবনেই ঘটে , যার পরে আর কিছুতেই যেন নিজেকে প্রাণিত বা উদ্বুদ্ধ করা যায় না। কিন্তু তারপরেও তো সূর্য ওঠে। পাখি ডাকে । ভোর হয়।
ফুল ফোটে । তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠে , কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে ।

তাই , ‘ যা গেছে তা যাক ‘ , যেন একটা ‘ দর্শন ‘ হয়ে জেগে থাকে জীবনের দীর্ঘদূর যাত্রাপথে ‌। এ শুধুমাত্র একটা কথার কথা নয় । কী পাওয়া গেল না , কী পেলে কী হতে পারতো , এ সবের হিসেবনিকেশ করা মানে তো অন্ধকারে তলিয়ে যাওয়া । তার চেয়ে যা পাওয়া গেল তা নিয়ে ভাবাই কি শ্রেয় নয় ?

নৈরাশ্যের বন্দনাগান কি বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য হতে পারে ? তাই , ‘ যা গেছে তা যাক ‘ , একটা একটা মন্ত্রের মতো বাজতে থাকুক সারা বিশ্বের সমস্ত দুঃখী ও বিরহীদের হৃদয়ের নিভৃত তন্ত্রীতে । অতীতের মোহ ছিন্ন করে , সমস্ত বিচ্ছেদ-বেদনার নিঃসীম আঁধার পেরিয়ে জগতের যত কপালমন্দ মানুষ এগিয়ে যাক জীবনের খোঁজে নতুন উদ্যমে । গাইতে থাকুক , সারাদিন সারাক্ষণ গাইতে থাকুক , ‘ যা গেছে তা যাক ‘।

আরও পড়ুন- জয়ে ফিরল ইস্টবেঙ্গল , লিগ টেবিলের লাস্টবয় হায়দরাবাদ এফসিকে হারাল ১-০ গোলে

spot_img

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...