Tuesday, May 6, 2025

শিবু হাজরার ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ, ছন্দে ফিরছে সন্দেশখালি

Date:

Share post:

সন্দেশখালিকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন উত্তম সর্দার৷ শনিবার গ্রেফতার করা হয়েছে আর এক অভিযুক্ত শিবু হাজরাকেও৷ উত্তমের পাশাপাশি শিবু গ্রেফতার হওয়ায় গ্রামবাসীরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। রবিবার ধৃত শিবুকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত আটদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি ফের আদালতে পেশ করা হবে ধৃতকে। এরই পাশাপাশি, সন্দেশখালির আরও ৪টি এলাকায় ১৪৪ ধারা শিথিল করা হয়েছে।

শনিবারই উত্তম এবং শিবুর বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার মামলা দায়ের করে পুলিশ। ডিজি রাজীব কুমারের সাংবাদিক বৈঠকের কিছুক্ষণ পরেই গ্রেফতার করা হয় অন্যতম অভিযুক্ত শিবু হাজরাকে। ন্যাজাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। শিবুকে শনিবার রাতে বসিরহাট থানাতেই রাখা হয়। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা থানা চত্বর। শিবুর গ্রেফতারির পরে রীতিমতো উৎসবের মেজাজে দেখা যায় সন্দেশখালির একাংশকে ৷ একের অপরকে মিষ্টিমুখও করান কেউ কেউ ৷
এদিন স্বাস্থ্য পরীক্ষার পর শিবুকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ আদালতে দাবি করে, শিবু পালানোর চেষ্টা করেছিল। তখনই গ্রেফতার করা হয় তাকে। শিবু জামিন পেলে এলাকার শান্তি ব্যাহত হতে পারে। তাকে ১০ দিনের পুলিশ হেফাজতে চায় পুলিশ। বিচারক ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। শিবুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এ, ৩৫৪ বি, ৩৭৬ ডি, ৩০৭, ৩৪১, ৩২৩, ৫০৬, ৫০৯ ও ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বাকি মামলাগুলি আগেই হয়েছিল। পরে এক মহিলার গোপন জবানবন্দি নেওয়ার পর শনিবার মামলায় যুক্ত হয় ৩৭৬ ডি (গণধর্ষণ) ও ৩০৭ (খুনের চেষ্টা) ধারাও।
গ্রামবাসীরা অধরা শাহজাহানকে গ্রেফতারের দাবি তুলেছেন। এই পরিস্থিতিতে স্বাভাবিক ছন্দে ফিরছে সন্দেশখালি।এদিন গোপালঘাট, দাউদপুর, আতাপুর, পুলেপারায় ১৪৪ ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। বাকি জায়গাগুলির ১৪৪ ধারা বুধবার ১২ টার পর তুলে নেওয়া হবে বলে জানানো হয়েছে।

spot_img

Related articles

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...