সন্দেশখালি নিয়ে রাজ্যপালের দেওয়া রিপোর্ট পক্ষপাত দুষ্ট, ভিত্তিহীন। সেটা বিজেপির কথার প্রতিধ্বনি মাত্র। সোমবার সন্দেশখালি নিয়ে রাজ্যপালের রিপোর্ট দেওয়ার পরেই সেই বিষয়ে সিভি আনন্দ বোসকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

প্রসঙ্গত, সন্দেশখালিতে নারী নির্যাতনের ইস্যু তুলে লোকসভা নির্বাচনের আগে ফায়দা তোলার রাজনীতিতে মেতে উঠেছে রাজ্যের সব বিরোধী দল। ঘোলা জলে মাছ ধরতে কেন্দ্র থেকে একাধিক কমিটিও পাঠাতে বাকি রাখেনি কেন্দ্রের বিজেপি সরকার। এরই মধ্যে সোমবার সন্দেশখালি নিয়ে একটি রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যেখানে নারী নির্যাতন থেকে রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রাজ্যপালের এই রিপোর্ট কার্ডের তীব্র কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মুখপাত্র কুণাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘রাজ্য সরকারের উপর ভরসা রাখা উচিত রাজ্যপালের। মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে বাংলা দেশের শীর্ষে। রাজ্যপাল হিসেবে তাঁর এমন কোনও মন্তব্য করা উচিত নয়, যা অপমানিত করে আমাদের বাংলাকে। সন্দেশখালি নিয়ে রাজ্যপালের রিপোর্টের খসড়া নিশ্চিতভাবেই দিল্লির বিজেপি অফিস থেকে এসেছে বলে মনে করে তৃণমূল। সোমবারই রাজ্যপাল সিভি আনন্দ বোস সন্দেশখালি নিয়ে একটি ১০ পাতার রিপোর্টকার্ড প্রকাশ করেছেন। তাতে রয়েছে বেশ কিছু আপত্তিকর মন্তব্য, অদ্ভুত প্রস্তাব- যা শুধু আবাস্তব নয়, ভিত্তিহীনও’।

রাজভবনে রাজ্যপালের পিসহোম খোলার সিদ্ধান্তকে কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র বলেছেন, ‘এটা আসলে হোটেল রাজভবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। সরকারি খরচে নিঃখরচায় থাকা-খাওয়া ব্যবস্থা কাদের জন্য তাই নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল’।

Respected Governor's Report card dated 19/2 related to Sandeskhali is totally biased, politically motivated and based on baseless inputs. It is just voice of BJP. He should keep trust on State Govt. Women security of Bengal is best in the country. Guv should not make any…
— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 19, 2024
আরও পড়ুন- সন্দেশখালিতে ১৪৪ ধারা জারির উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের! ৭দিন পর ফের শুনানি
