Thursday, August 21, 2025

শাহের বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য! গ্রেফতার রাহুল, কিছুক্ষণেই জামিনে মুক্ত

Date:

Share post:

মোদি পদবি মামলায় দীর্ঘ টানাপোড়েনের পর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জেরে বিপাকে রাহুল গান্ধী। শাহের বিরুদ্ধে বিরূপ মন্তব্যের জেরে এদিন কংগ্রেস সাংসদ রাহুলকে গ্রেফতার করল পুলিশ। যদিও কিছুক্ষণের মধ্যেই জামিনে মুক্তি পেয়ে যান। ৬ বছর পুরানো এই মামলায় এদিন যোগীর পুলিশের তরফে রাহুলের গ্রেফতারি পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, বর্তমানে ভারত জোড়ো ন্যায় যাত্রা উপলক্ষ্যে উত্তরপ্রদেশেই রয়েছেন রাহুল।

২০১৮ সালের ৪ অগস্ট রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা বিজয় মিশ্র। তাঁর অভিযোগ ছিল, শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন রাহুল। উত্তরপ্রদেশের সুলতানপুরে সাংসদ-বিধায়কদের জন্য নির্দিষ্ট আদালতে সেই মামলার শুনানি চলছিল। মামলাকারীর বক্তব্য ছিল, “রাহুল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে ‘অপমানজনক’ মন্তব্য করেছেন। শাহকে ‘খুনি’ বলে অভিযোগ তুলে রাহুল আক্রমণ করেছেন, যা একেবারেই ঠিক নয়। আমি বিজেপি দলের একনিষ্ঠ কর্মী। তাই এই মন্তব্যের কড়া নিন্দা জানাচ্ছি। আদালতে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা করেছি।”

রাহুলের ন্যায় যাত্রা উত্তরপ্রদেশে প্রবেশ করার পর এই মামলাতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। যদিও রাহুলের মামলার শুনানিতে ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে কংগ্রেস নেতার জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। তাঁকে হেফাজতে নেওয়ার আধঘণ্টা-পঁয়তাল্লিশ মিনিট পরই জামিন মঞ্জুর হয়ে যায় রাহুলের। উল্লেখ্য, গত বছর মার্চ মাসে গুজরাতের সুরাত আদালত বিজেপি নেতা পূর্ণেশ মোদির দায়ের করা মামলায় রাহুলকে দুই বছরের কারাবাসের সাজা দেয়। ফলে রাহুলের লোকসভার সদস্যপদ চলে যায়। পরে সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দেওয়ায় তিনি ফিরে পান সেই সদস্যপদ।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...