Sunday, November 16, 2025

শাহের বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য! গ্রেফতার রাহুল, কিছুক্ষণেই জামিনে মুক্ত

Date:

Share post:

মোদি পদবি মামলায় দীর্ঘ টানাপোড়েনের পর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জেরে বিপাকে রাহুল গান্ধী। শাহের বিরুদ্ধে বিরূপ মন্তব্যের জেরে এদিন কংগ্রেস সাংসদ রাহুলকে গ্রেফতার করল পুলিশ। যদিও কিছুক্ষণের মধ্যেই জামিনে মুক্তি পেয়ে যান। ৬ বছর পুরানো এই মামলায় এদিন যোগীর পুলিশের তরফে রাহুলের গ্রেফতারি পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, বর্তমানে ভারত জোড়ো ন্যায় যাত্রা উপলক্ষ্যে উত্তরপ্রদেশেই রয়েছেন রাহুল।

২০১৮ সালের ৪ অগস্ট রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা বিজয় মিশ্র। তাঁর অভিযোগ ছিল, শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন রাহুল। উত্তরপ্রদেশের সুলতানপুরে সাংসদ-বিধায়কদের জন্য নির্দিষ্ট আদালতে সেই মামলার শুনানি চলছিল। মামলাকারীর বক্তব্য ছিল, “রাহুল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে ‘অপমানজনক’ মন্তব্য করেছেন। শাহকে ‘খুনি’ বলে অভিযোগ তুলে রাহুল আক্রমণ করেছেন, যা একেবারেই ঠিক নয়। আমি বিজেপি দলের একনিষ্ঠ কর্মী। তাই এই মন্তব্যের কড়া নিন্দা জানাচ্ছি। আদালতে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা করেছি।”

রাহুলের ন্যায় যাত্রা উত্তরপ্রদেশে প্রবেশ করার পর এই মামলাতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। যদিও রাহুলের মামলার শুনানিতে ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে কংগ্রেস নেতার জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। তাঁকে হেফাজতে নেওয়ার আধঘণ্টা-পঁয়তাল্লিশ মিনিট পরই জামিন মঞ্জুর হয়ে যায় রাহুলের। উল্লেখ্য, গত বছর মার্চ মাসে গুজরাতের সুরাত আদালত বিজেপি নেতা পূর্ণেশ মোদির দায়ের করা মামলায় রাহুলকে দুই বছরের কারাবাসের সাজা দেয়। ফলে রাহুলের লোকসভার সদস্যপদ চলে যায়। পরে সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দেওয়ায় তিনি ফিরে পান সেই সদস্যপদ।

spot_img

Related articles

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...