Monday, August 25, 2025

বিয়ের আগে মুখে হাসি ফেরাতে গিয়ে প্রাণ গেল হায়দরাবাদের যুবকের!

Date:

Share post:

নতুন জীবন শুরু করা ছিল শুধু সময়ের অপেক্ষা। আর সেই জীবন শুরু করার আগে চেয়েছিলেন স্ত্রীর কাছে নিজেকে আরও সুন্দর করে তুলতে। আর সেটা করতে গিয়েই প্রাণটাই খুয়ে বসলেন ২৮ বছরের যুবক।মৃত যুবকের নাম লক্ষ্মী নারায়ণ ভিনজাম। নিশ্চয়ই ভাবছেন কী করতে গিয়ে জীবন খোয়ালেন ওই যুবক?আসলে বিয়ের আগে হাসির অপারেশন করতে গিয়ে মৃত্যু হল হায়দরাবাদের ওই যুবকের।

লক্ষ্মী নারায়ণের বাবা রামুলু ভিনজাম জানিয়েছেন, আগামী সপ্তাহেই ছেলের বিয়ে হত। কিন্তু বিয়ের আগে ছেলে যে হাসি সুন্দর করতে স্মাইল অপারেশন করাচ্ছেন, সেই বিষয়ে কিছুই জানতেন না তাঁরা। পরিবারের কাউকে না বলেই স্মাইল অপারেশন করাতে গিয়েছিলেন লক্ষ্মী নারায়ণ। সেখানেই ঘটে বিপত্তি।

জানা গিয়েছে, হায়দরাবাদের জুবিলি হিলসের একটি ডেন্টাল ক্লিনিকে স্মাইল ডিজাইনিং অপারেশন করাতে গিয়েছিলেন লক্ষ্মী নারায়ণ। সেখানেই অপারেশন চলাকালীন অজ্ঞান হয়ে পড়েন তিনি। ছেলে অজ্ঞান হতেই ডেন্টাল ক্লিনিকের কর্মীরা বাবাকে খবর দেন। সঙ্গে সঙ্গে ডেন্টাল ক্লিনিকে পৌঁছন ওই যুবকের বাবা। সেখান থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় লক্ষ্মী নারায়ণকে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।ইতিমধ্যেই ওই ডেন্টাল ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। লক্ষ্মী নারায়ণের মৃত্যুর তদন্তও শুরু হয়েছে।

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ক্লিনিকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই ক্লিনিকে এর আগে কোনও অপারেশন চলাকালীন এমন কোনও ঘটনা ঘটেছিল কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে বিয়ের আগে নিজের হাসিটা সুন্দর করতে গিয়ে এই পরিণতি মেনে নিতে পারছেন না মৃতের পরিবারের সদস্যরা।

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...