Tuesday, August 26, 2025

সরেজমিনে দেখতে সন্দেশখালিতে রাজীব কুমার, বৈঠক পুলিশকর্তাদের সঙ্গে

Date:

Share post:

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালি পৌঁছালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমানকে নিয়ে ডিজি-র এলাকা ঘুরে দেখার প্রস্তুতি নেওয়া হয় পুলিশের তরফে। সন্দেশখালি পৌঁছেই থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন রাজীব কুমার। রাতেও সন্দেশখালিতেই থাকবেন তিনি।

সন্দেশখালি নিয়ে যে কোনও রকম অভিযোগ প্রশাসনের কাছে নির্ভয়ে জানানোর বার্তা বারবার দিয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। রাজ্য পুলিশের মহিলা প্রতিনিধিদল এলাকায় ঘুরে অভিযোগ নথিভুক্ত করার কাজও করেছেন। গোপণ জবানবন্দীর ভিত্তিতে ধর্ষণের অভিযোগে গ্রেফতারও হয়েছে তৃণমূলনেতা উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই মঙ্গলবার নতুন করে একটি এফআইআর দায়ের করেছে পুলিশ। যেখানে শিবপ্রসাদ হাজরা, ভানু মণ্ডল ও আমির আলি গাজির নামে গণধর্ষণ ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে বুধবার স্থানীয় এক মহিলার গোপণ জবানবন্দী নেওয়া হয় আদালতে।

এলাকায় নিরাপত্তা বাড়াতে নতুন করে ১০টি সিসিটিভি এলাকায় বসানো হয়, তার মধ্যে ত্রিমনী, খুলনা ফেরিঘাট, সন্দেশখালি বাজার এলাকাও রয়েছে। বুধবার সন্দেশখালি থানায় বৈঠকের পর ডিজি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা সন্দেশখালি সরকারি আবাসনে পৌঁছে যান। সেখানে স্থানীয় সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের জিজ্ঞাসাবাদ করেন ডিজি ও এডিজি দক্ষিণবঙ্গ। রাতে আবাসনে থেকে সকালে ফের এলাকায় ঘোরার পরিকল্পনা রাজীব কুমার সহ পুলিশ আধিকারিকদের।

spot_img

Related articles

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...