Saturday, November 8, 2025

আজ লাল-হলুদের সামনে জামশেদপুর , জয় লক্ষ্য কুয়াদ্রাতের

Date:

Share post:

আজ আইএসএলের পরবর্তী ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। আগের ম্যাচে হায়দরাবাদ এফসি-কে হারিয়ে আইএসএলে আট নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল।আজ বৃহস্পতিবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে জিততে পারলে প্রথম ছয়ের আরও কাছে পৌঁছবে লাল-হলুদ ব্রিগেড। প্লে-অফে খেলার সম্ভাবনাও বাড়বে ক্লেটন সিলভাদের। কিন্তু জামশেদপুরের বিরুদ্ধে খুব কঠিন ম্যাচ হতে চলেছে ইস্টবেঙ্গলের। প্লে-অফে ওঠার লড়াই ক্রমশ কঠিন হচ্ছে ক্লেটন সিলভাদের। বুধবার এফসি গোয়াকে হারিয়ে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ছ’নম্বরে উঠে এসেছে নর্থইস্ট ইউনাইটেড।

খালিদ জামিল কোচ হয়ে আসার পর জামশেদপুর ঘুরে দাঁড়িয়েছে। আগের ম্যাচে মুম্বই সিটি এফসি-র মতো দলের বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিয়েছে খালিদের দল। খালিদ আবার ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ। সুপার কাপে পুরনো দলের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল খালিদের দলের। আইএসএলে তার মধুর প্রতিশোধ নিতে মরিয়া থাকবে জামশেদপুর। খালিদের দলে থাকা নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমা চুকু আগে লাল-হলুদ জার্সি গায়ে খেলে গিয়েছেন। তিনিও চাইবেন ইস্টবেঙ্গলের জালে বল জড়াতে। জামশেদপুরকে নিয়ে রীতিমতো হোমওয়ার্ক করেই নামছেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। এই ম্যাচে সাউল ক্রেসপো ছাড়া প্রায় পুরো দলকেই পাচ্ছেন স্প্যানিশ কোচ। কার্ড সমস্যার কারণে হায়দরাবাদ ম্যাচ খেলতে না পারা নাওরেম মহেশ সিং এবং লালচুংনুঙ্গা ফিরছেন। তিনদিন আগে আসা নতুন বিদেশি ডিফেন্ডার সার্বিয়ার আলেকজান্ডার পান্টিচ গত দু’দিন দলের সঙ্গে অনুশীলন করে তৈরি। তাঁকে সেন্ট্রাল ডিফেন্সে হিজাজি মাহেরের পাশে খেলাতে পারেন ইস্টবেঙ্গল কোচ।

এই ম্যাচ নিয়ে কুয়াদ্রাত বলেন, ‘‘সুপার কাপে যে দল খেলেছিল তার থেকে এই জামশেদপুর দলটা বেশ ভাল। ওদের খেলায় তীব্রতা থাকে। আমরাও ভাল খেলছি। সুপার কাপে আমরা ওদের বিরুদ্ধে যে ফুটবল খেলে জিতেছিলাম, আশা করি সেটা এখানেও দেখাতে পারব। আমাদের জিততেই হবে। আইএসএলে ইস্টবেঙ্গল কখনও পরপর দুটো ম্যাচ জেতেনি। তাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। প্লে-অফে উঠতে সব ম্যাচই আমাদের কাছে ফাইনাল। তাই পয়েন্ট খোয়ানো চলবে না।’’

আরও পড়ুন- দুরন্ত পারফরমেন্সে আইসিসি টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ উন্নতি যশস্বীর

spot_img

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফা চমকে দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার এক লাফে এতটা বেড়েছে,...

এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের জন্য সোনা জয় বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ারের

আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করলেন বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ার। ২২টি দেশকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক স্তরের জ্যাভলিন থ্রো...