Wednesday, August 20, 2025

আজ লাল-হলুদের সামনে জামশেদপুর , জয় লক্ষ্য কুয়াদ্রাতের

Date:

Share post:

আজ আইএসএলের পরবর্তী ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। আগের ম্যাচে হায়দরাবাদ এফসি-কে হারিয়ে আইএসএলে আট নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল।আজ বৃহস্পতিবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে জিততে পারলে প্রথম ছয়ের আরও কাছে পৌঁছবে লাল-হলুদ ব্রিগেড। প্লে-অফে খেলার সম্ভাবনাও বাড়বে ক্লেটন সিলভাদের। কিন্তু জামশেদপুরের বিরুদ্ধে খুব কঠিন ম্যাচ হতে চলেছে ইস্টবেঙ্গলের। প্লে-অফে ওঠার লড়াই ক্রমশ কঠিন হচ্ছে ক্লেটন সিলভাদের। বুধবার এফসি গোয়াকে হারিয়ে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ছ’নম্বরে উঠে এসেছে নর্থইস্ট ইউনাইটেড।

খালিদ জামিল কোচ হয়ে আসার পর জামশেদপুর ঘুরে দাঁড়িয়েছে। আগের ম্যাচে মুম্বই সিটি এফসি-র মতো দলের বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিয়েছে খালিদের দল। খালিদ আবার ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ। সুপার কাপে পুরনো দলের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল খালিদের দলের। আইএসএলে তার মধুর প্রতিশোধ নিতে মরিয়া থাকবে জামশেদপুর। খালিদের দলে থাকা নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমা চুকু আগে লাল-হলুদ জার্সি গায়ে খেলে গিয়েছেন। তিনিও চাইবেন ইস্টবেঙ্গলের জালে বল জড়াতে। জামশেদপুরকে নিয়ে রীতিমতো হোমওয়ার্ক করেই নামছেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। এই ম্যাচে সাউল ক্রেসপো ছাড়া প্রায় পুরো দলকেই পাচ্ছেন স্প্যানিশ কোচ। কার্ড সমস্যার কারণে হায়দরাবাদ ম্যাচ খেলতে না পারা নাওরেম মহেশ সিং এবং লালচুংনুঙ্গা ফিরছেন। তিনদিন আগে আসা নতুন বিদেশি ডিফেন্ডার সার্বিয়ার আলেকজান্ডার পান্টিচ গত দু’দিন দলের সঙ্গে অনুশীলন করে তৈরি। তাঁকে সেন্ট্রাল ডিফেন্সে হিজাজি মাহেরের পাশে খেলাতে পারেন ইস্টবেঙ্গল কোচ।

এই ম্যাচ নিয়ে কুয়াদ্রাত বলেন, ‘‘সুপার কাপে যে দল খেলেছিল তার থেকে এই জামশেদপুর দলটা বেশ ভাল। ওদের খেলায় তীব্রতা থাকে। আমরাও ভাল খেলছি। সুপার কাপে আমরা ওদের বিরুদ্ধে যে ফুটবল খেলে জিতেছিলাম, আশা করি সেটা এখানেও দেখাতে পারব। আমাদের জিততেই হবে। আইএসএলে ইস্টবেঙ্গল কখনও পরপর দুটো ম্যাচ জেতেনি। তাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। প্লে-অফে উঠতে সব ম্যাচই আমাদের কাছে ফাইনাল। তাই পয়েন্ট খোয়ানো চলবে না।’’

আরও পড়ুন- দুরন্ত পারফরমেন্সে আইসিসি টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ উন্নতি যশস্বীর

spot_img

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...