টাকার বিনিময়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ বৃহস্পতিবার নদিয়া থেকে গ্রেফতার করে এই চক্রের মূল পাণ্ডাকে। উচ্চমাধ্যমিকের ইংরাজি পরীক্ষার আগে প্রথম একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে প্রশ্ন ফাঁস ও তার বিনিময়ে টাকা দাবির অভিযোগ ওঠে। যদিও ফাঁস হওয়া প্রশ্ন আদৌ উচ্চমাধ্যমিকের ইংরাজি প্রশ্ন ছিল না বলেই দেখা যায় পরীক্ষার পরে। তবে এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানা। সেই তদন্তে বৃহস্পতিবার প্রথম গ্রেফতার নদিয়ার যুবক রূপম সাধুখাঁ।
