ভূস্বর্গে বিপর্যয়! জম্মু-কাশ্মীরে ধসের জেরে বন্ধ শ্রীনগর জাতীয় সড়ক

ভয়াবহ ধসের জোরে বন্ধ জম্মু শ্রীনগর জাতীয় সড়ক, বিপাকে পর্যটকরা। বুধবার রামবান জেলায় ভূমিধসের জেরে কয়েকশো গাড়ি রাস্তায় আটকে পড়েছে। পাহাড় থেকে বড় বড় বোল্ডার পাথর জাতীয় সড়কে পড়ে কার্যত অবরুদ্ধ ২৭০ কিলোমিটার দীর্ঘ জম্মু-শ্রীনগর হাইওয়ে। বিপর্যয় জেরে খোলা আকাশের নিজেই রাত্রি যাপন করলেন পর্যটকরা।

সোমবার থেকেই রাস্তা পরিষ্কার করার কাজ চলছিল, কিন্তু প্রতিকূল আবহাওয়া ও বারবার ধস নামার কারণে উদ্ধারকাজে দেরি হয়। বুধবার দুপুরেই জাতীয় সড়ক আংশিকভাবে খুলে দেওয়া হয়। তবে বানিহাল-রামবানে যে পর্যটকরা আটকে ছিলেন তাঁরা ফিরতেই আবার বিপত্তি। কিশতওয়ারিতে নতুন করে ধস নামায় বিপর্যয় এড়াতে আবার হাইওয়ে বন্ধ করে প্রশাসন। পাশাপাশি তুষারপাতের জেরে শ্রীনগর-লাদাখ রোড সহ কুুপওয়াড়া ও গুরেজ থেকে নিয়ন্ত্রণ রেখায় যাওয়ার রাস্তাও বন্ধ। আপাতত চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে পুলিশ।