Wednesday, August 20, 2025

মুখ্যমন্ত্রীর নির্দেশে চোপড়ায় মৃত শিশুদের পরিবারকে চেক প্রদান প্রশাসনের

Date:

Share post:

বৃহস্পতিবারই আর্থিক সাহায্যের (Ex Gratia) ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে চোপড়ায় (Chopra) মৃত শিশুদের পরিবারের হাতে তুলে দেওয়া হল সাহায্য। শুক্রবার উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি পরিবারকে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল। এদিন চোপড়ায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, চোপড়ার বিডিও সমীর মণ্ডল, তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল-সহ অন্যান্যরা। তবে শুক্রবার প্রশাসনিকভাবে আর্থিক সাহায্য পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সন্তানহারা পরিবারগুলির সদস্যরা।

গত ১২ ফেব্রুয়ারি চোপড়ার চেতনাগছে বিএসএফের গাফিলতির কারণেই মাটি চাপা পড়ে মৃত্যু হয় চার শিশুর। ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে এলাকা। বিএসএফের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে স্থানীয়দের দাবি, বিএসএফ-এর খোঁড়া গর্তে মাটি চাপা পড়ে মৃত্যু হয় ৪ শিশুর। পাশাপাশি এই ইস্যুতে মোদি সরকারের বিবৃতি চেয়ে বিএসএফের ভূমিকা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও। বৃহস্পতিবারই আদিবাসী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বাগদি, বাউড়ি ও আদিবাসী উন্নয়ন বোর্ডের জন্য আর্থিক সাহায্য ঘোষণার পাশাপাশি চোপড়ায় মৃত শিশুদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণার আগেই তৃণমূলের তরফে সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশে মৃত শিশুদের পরিবারকে ৩ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। এবার মুখ্যমন্ত্রীও মৃত শিশুদের পরিবারকে আর্থিক সাহায্য তুলে দিলেন।

শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। প্রশাসন পরিবারগুলির পাশে রয়েছে। অন্যদিকে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান বলেন, শিশু মৃত্যুর ঘটনায় দলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে ইতিমধ্যে পরিবার পিছু ৩ লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। এদিন মুখ্যমন্ত্রীর তরফেও ক্ষতিপূরণ হিসেবে ২ লক্ষ টাকা পরিবারগুলির হাতে তুলে দেওয়া হয়েছে।

spot_img

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...