Friday, November 7, 2025

‘দিদি নাম্বার ওয়ান’-এ মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভা.ইরাল শ্যুটিংয়ের ভিডিও

Date:

Share post:

বাংলা রিয়েলিটি শো-এর জগতে বিরাট চমক! জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি No1’এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২১ ফেব্রুয়ারি ডুমুরজলা স্টেডিয়ামে এপিসোডের শ্যুটিং হয়েছে। সেই শ্যুটিং-এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে চ্যানেল কর্তৃপক্ষ। তারপর থেকেই দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

ভিডিওয় দেখা যাচ্ছে সম্পূর্ণ অন্য মেজাজে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে রয়েছেন বাংলার দাদা তথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। সঙ্গে রয়েছেন অনুষ্ঠানের জনপ্রিয় সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। প্রোমোতেই দেখা যাচ্ছে মমতাতে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন রচনা। তারপরই মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় প্রবেশ করেন। মঞ্চে ছিলেন আদিবাসী শিল্পীরাও।

আরও পড়ুন- মিলল না জামিন! ফের জেল হেফাজতের মেয়াদ বাড়ল আরাবুল ইসলামের

প্রসঙ্গত, বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর জনপ্রিয়তাকে আরও বাড়াতে সঞ্চালিকা আর চ্যানেল কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীকে অংশগ্রহণে অনুরোধ করেন। ভালবাসার আবদার ফেলেননি মমতা। কথা দিয়েছিলেন আসবেন আর সেইমতো কথাও রেখেছেন মুখ্যমন্ত্রী। গত ২১ ফেব্রুয়ারি এই অনুষ্ঠানের শুটিং শেষ হয়েছে ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে। মাত্র আড়াই ঘণ্টার মধ্যেই শুটিং শেষ করেন মুখ্যমন্ত্রী। গল্প, রসিকতা এবং আড্ডার মেজাজে শুট করেছেন মমতা। রচনা ভেবেছিলেন চ্যালেঞ্জের মুখে ফেলবেন মুখ্যমন্ত্রীকে। কিন্তু উল্টে বাংলার দিদির দেওয়া চালে তিনি কুপোকাত। জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে ‘প্রতিযোগী’ নয়, বরং ‘বিশেষ অতিথি’ হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। প্রতিযোগিতা হয় ডোনা-অরুন্ধতী-শ্রীরাধার মধ্যেই।

বাংলার মহিলাদের উজ্জীবিত করাই ছিল শোয়ের এই পর্বের উদ্দেশ্য। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশগ্রহণ। উদ্যোক্তা সূত্রের খবর, শৈশব থেকে বর্তমান সময় পর্যন্ত যাত্রাপথের অভিজ্ঞতা শুনিয়েছেন মমতা। পাশাপাশি, তাঁর জীবনসংগ্রামের প্রসঙ্গও উঠে এসেছে। মহিলাদের উন্নয়নে আরও কী কী ভাবনা আছে রাজ্য সরকারের সেই কথাও নাকি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে সকলের অনুরোধে ছবিও আঁকেন মমতা। গান করেন। তাঁর লেখা এবং সুর-দেওয়া গান গেয়ে শোনান শ্রীরাধা। শুটিং শেষ করেও যেন বিশ্বাস করতে পারছেন না রচনা। অভিনেত্রীর কথায়, “এখনও পর্যন্ত যেটা কখনও হয়নি, এ বার সেটাই হতে চলেছে। আমি দিদির কাছে চিরকৃতজ্ঞ। এত বছর ধরে আমার শোয়ের যে সুনাম, সেটা দিদির উপস্থিতিতে পূর্ণতা পেল।”

 

 

spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...