মিলল না জামিন! ফের জেল হেফাজতের মেয়াদ বাড়ল আরাবুল ইসলামের

জেলেই (Jail) থাকতে হচ্ছে আরাবুল ইসলামকে (Arabul Islam)। শুক্রবার আদালতে তোলা হলে ফের তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে (Jail Custody) পাঠানো হয়েছে। আইএসএফ কর্মী খুন, অস্ত্র আইনে মামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক অভিযোগ রয়েছে আরাবুল ইসলামের বিরুদ্ধে।

তবে শুক্রবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে (Baruipur District Court) তোলা হলেও এদিন আরাবুলের আইনজীবী জামিনের আবেদন জানাননি বলে খবর। এর আগে ১২ দিন পুলিশ হেফাজতে ছিলেন তিনি। শুক্রবার সেই মেয়াদ শেষ হওয়ায় ফের আদালতে তোলা হয় ভাঙড়ের নেতাকে। তবে এদিনও পুলিশ আরাবুলকে নিজেদের হেফাজতে চাইলে সেই আবেদন খারিজ করে আদালত জেল হেফাজতের নির্দেশ দেয়।

গত ৮ ফেব্রুয়ারি কাশীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় আরাবুল ইসলামকে। সেদিন রাতেই ভাঙড়ের দাপুটে নেতাকে গ্রেফতার করে নিয়ে আসা হয় লালবাজারে৷

Previous articleজামশেদপুরের কাছে ম্যাচ হেরে কী বললেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত?
Next articleভারতের বিরুদ্ধে অনন্য নজির রুটের