Sunday, November 9, 2025

খা.লিস্তানি মন্তব্যর জের, বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে হাইকোর্টে রাজ্য

Date:

Share post:

সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেয়ে শিখ সম্প্রদায়ের এক আইপিএস অফিসারকে উদ্দেশ্য করে “খালিস্তানি” শব্দটি ব্যবহার করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর সঙ্গে থাকা লোকজন। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। শুধু বাংলা নয়, গোটা দেশ থেকে শুভেন্দুর এমন মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। কলকাতায় বিজেপির সদর দফতরে ধরনা চলছে এখনও। খালিস্থানে বিতর্কে রাজ্য বিজেপি নেতাদের বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন শিখরা।

খালিস্তানি মন্তব্য করার জন্য নাম না করে বিরোধী দলনেতার নামে এফআইআর দায়ের করার জন্য আদালতের দ্বারস্থ রাজ্য সরকার। ওই নেতার নামে, আদালতের অনুমতি ছাড়া কোনও এফআইআর দায়ের করা যাবে না, এমন নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের।সেই মর্মেই মামলা দায়ের করার আবেদন রাজ্যের।

জানা গিয়েছে এই মামলা শোনার এক্তিয়ার রয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের। তবে উনি এখন না থাকায় এই মামলা শোনার জন্য বেঞ্চ ঠিক করে দিক আদালত। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ রাজ্যের আইনজীবীর। মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। মামলা শুনবেন বিচারপতি সেনগুপ্তই। প্রয়োজনে অনলাইনে হবে মামলার শুনানি। আগামিকাল, মঙ্গলবার শুনানির সম্ভাবনা।

ঘটনাটি ঠিক কী? গত ২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার। তখনও হাইকোর্টের অনুমতি আসেনি। কলকাতা থেকে সন্দেশখালি উদ্দেশ্যে রওনা হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পল, শংকর ঘোষ-সহ বিজেপি প্রতিনিধি দলের সদস্যরা। ধামাখালিতে তাঁদের আটকায় পুলিশ। ব্যারিকেড করে দেওয়া হয় রাস্তায়। এরপর পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়, তখন পাগরি পরা এক শিখ পুলিশ আধিকারিকদের উদ্দেশ্য করে খালিস্থানি মন্তব্য করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন- কুড়মিদের দেওয়া প্রতিশ্রুতি রাখেননি প্রধানমন্ত্রী, লোকসভায় জঙ্গলমহলে বিপর্যয়ের মুখে বিজেপি

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...