পরপারের ‘চিঠি’ পেয়ে পাড়ি দিলেন গজল নক্ষত্র পঙ্কজ

দীর্ঘ রোগ ভোগের পর সোমবার তাঁর মৃত্যু সংবাদ জানানো হয় তাঁর পরিবারের পক্ষ থেকে। তবে ঠিক কীভাবে তাঁর মৃত্যু জানানো হয়নি পরিবারের তরফে।

সঙ্গীত জগতে আরও এক নক্ষত্র পতন। প্রয়াত গজলশিল্পী পঙ্কজ উদাস। দীর্ঘ রোগ ভোগের পর সোমবার তাঁর মৃত্যু সংবাদ জানানো হয় তাঁর পরিবারের পক্ষ থেকে। তবে ঠিক কীভাবে তাঁর মৃত্যু জানানো হয়নি পরিবারের তরফে। তাঁর কন্যা নায়াব উদাস সোশ্যাল মিডিয়ায় এই দুঃসংবাদ জানান।

৭২ বছর বয়সী এই শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দেশের আরেক শিল্পী সোনু নিগম। ‘শৈশবের অন্যতম অংশ’ শিল্পীর প্রয়াণে নিজের শোক প্রকাশ করেছেন তিনি।