Wednesday, January 14, 2026

লোকসভা ভোটের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, বারাণসী থেকেই লড়বেন মোদি

Date:

Share post:

প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। তালিকায় ১৯৫ জনের নাম রয়েছে। আছেন ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৪-এ সেই বারাণসী থেকেই প্রার্থী হচ্ছেন। প্রথম তালিকায় বাংলার ২০ আসনের প্রার্থীও ঘোষণা করলেন বিজেপি সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে। জয়ী সাংসদদের ওপর আস্থা রেখে প্রথম তালিকা প্রকাশ হলেও প্রথম তালিকায় দেখা গেল না দিলীপ ঘোষের নাম।

বিজেপির প্রাথমিক তালিকায় নাম রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। যিনি প্রার্থী হচ্ছেন গুজরাটের গান্ধীনগর থেকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রার্থী হচ্ছেন উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ থেকে। লোকসভার স্পিকার ওম বিড়লা প্রার্থী হচ্ছেন মধ্যপ্রদেশের কোটা থেকে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রার্থী হচ্ছেন অরুনাচল প্রদেশ পশ্চিম থেকে। আরেক কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল প্রার্থী হচ্ছেন আসামের ডিব্রুগড় থেকে।

গোটা দেশের ১৯৫ জনের তালিকার মধ্যে ১১জন করে প্রার্থী আসাম, ছত্তিশগড়, ঝাড়খণ্ডে ঘোষণা হল। দিল্লির ৫টি আসন, গুজরাটের ১৫টি আসন, কেরালার ১২টি, মধ্যপ্রদেশের ২৪টি আসন, রাজস্থানের ১৫টি, তেলেঙ্গানার ৯টি ও উত্তরপ্রদেশের সর্বাধিক ৫১টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ হল শনিবার। এর মধ্যে মন্ত্রী স্মৃতি ইরানি প্রার্থী হয়েছেন আমেঠি থেকেই। মধ্যপ্রদেশের গুণা থেকে প্রার্থী হচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। হেমা মালিনী প্রার্থী হচ্ছেন উত্তরপ্রদেশের মথুরা থেকে।

বাংলার ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক কোচবিহার ও কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার প্রার্থী হচ্ছেন বাঁকুড়া থেকেই। অন্য়দিকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আবারও প্রার্থী হচ্ছেন বালুরঘাট থেকেই। উল্লেখযোগ্যভাবে কাঁথি থেকে প্রার্থী হচ্ছেন সৌমেন্দু অধিকারী। আবার ঘাটালে অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায়ের ওপরই আস্থা রাখছে বিজেপি। বারবার কর্মী বিক্ষোভে জেরবার বাঁকুড়া ও হুগলিতে সাংসদদেরই ওপর আস্থা রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব। বাঁকুড়ায় প্রার্থী হচ্ছেন সুভাষ সরকার, হুগলিতে লকেট চট্টোপাধ্যায়। আবার যাদবপুর থেকে গতবার পরাজিত বিক্ষুব্ধ নেতা অনুপম হাজরার জায়গায় নতুন প্রার্থী করা হল ডাঃ অশোক কাণ্ডারিকে।

spot_img

Related articles

অনূর্ধ্ব ১৯ দলে থাকলেও আগামীতে যুব বিশ্বকাপ খেলতে পারবেন না বৈভব

বৃহ্স্পতিবার থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ(U19 World cup)। আয়ূষ মাত্রের নেতৃত্বে ভারতীয় দল খেললেও আর্কষণের কেন্দ্রবিন্দুতে সেই...

ফের SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ!

ফের রাজ্যে SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ! রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই অনেকে আতঙ্কে মারা যাচ্ছেন আবার...

বাঙালিদের ধরে মার-খুন, সেই মহারাষ্ট্রেই বিজেপির সভা ভরাতে বাঙালি পরিযায়ীরাই ভরসা!

সম্প্রতি মহারাষ্ট্র থেকে একটি নৃশংস ঘটনা উঠে এসেছে, যেখানে নৃশংসভাবে পিটিয়ে মারা হয় বাংলার এক পরিযায়ী শ্রমিককে। শুধুমাত্র...

আইপ্যাকে ED-হানা: হাই কোর্টে তৃণমূলের মামলার নিষ্পত্তি, ইডির মামলার শুনানি মুলতুবি

আইপ্যাকের অফিসে ইডির হানা নিয়ে তৃণমূলের দায়ের করা মামলার নিষ্পত্তি করে দিল কলকাতা হাই কোর্ট। তৃণমূলের (TMC) অভিযোগ...