Friday, December 19, 2025

মিচিগানসহ তিন অঙ্গরাজ্যের ককাসে জয়, প্রেসিডেন্ট লড়াইয়ে এগোলেন ট্রাম্প

Date:

Share post:

ফের জয় পেলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।প্রতিপক্ষ নিক্কি হ্যালের বিরুদ্ধে জয় পেয়েছেন তিনি। ‘রিপাবলিকান ককাস’-এ প্রাথমিক নির্বাচনে মিচিগান, মিসৌরি এবং ইডাহো প্রদেশে নিক্কির বিরুদ্ধে জয়ী হয়েছেন ট্রাম্প। এই জয়ের ফলে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার এক ধাপ এগিয়ে গেলেন ট্রাম্প। নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ডেমোক্রেটিক দলের তরফে ভোটে দাঁড়াবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর প্রতিপক্ষ হিসাবে রিপাবলিকানদের পক্ষ থেকে লড়াইয়ে শামিল হওয়ার জন্য ট্রাম্প এবং নিক্কির মধ্যে ভোটাভুটি চলছে। শনিবার মিচিগানে ৯৮ শতাংশ ভোট পেয়েছেন। ট্রাম্পের প্রাপ্ত ভোটের সংখ্যা ১৫৭৫। নিক্কি পেয়েছেন মাত্র ৩৬টি ভোট।মিশিগানের পশ্চিমের শহর গ্র্যান্ড র‍্যাপিডসে প্রেসিডেনশিয়াল ককাসে অংশ নেন রিপাবলিকান দলের ১ হাজার ৬ শয়ের বেশি ভোটার।

তিন প্রদেশেই ট্রাম্প সহজে জয় পেয়েছেন। আগামী ৫ মার্চ আমেরিকার ১৫টি প্রদেশে রিপাবলিকান দলের প্রাথমিক নির্বাচন রয়েছে। সেই ফলাফলের ওপর অনেক কিছু নির্ভর করছে। ওই দিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার লড়াইয়ে ট্রাম্পের পরিস্থিতি আরও স্পষ্ট হয়ে যাবে। এর আগে আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাডা, দক্ষিণ ক্যারোলিনার মতো প্রদেশে জয় পেয়েছেন ট্রাম্প। যদিও দক্ষিণ ক্যারোলিনা নিক্কির ‘ঘরের মাঠ’। ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত তিনি ওই প্রদেশের গভর্নর হিসাবে যথেষ্ট জনপ্রিয়তাও অর্জন করেছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ককাসে সেই দক্ষিণ ক্যারোলিনাতেও ট্রাম্পের কাছে নিক্কি হেরে গিয়েছেন।

ট্রাম্পের এF জয়কে মিশিগান রিপাবলিকান পার্টির চেয়ার পিট হোয়েকস্ট্রা ‘অপ্রতিরোধ্য, প্রভাবশালী’ বলে আখ্যা দিয়েছেন।

 

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...