বুধবার থেকেই রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা! বৃষ্টির ভ্রুকুটির মাঝেই বড় আপডেট আলিপুরের

রবিবার থেকেই রাজ্যে নতুন করে বৃষ্টির (Rain) সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস (Weather Office)। আগামী মঙ্গলবার পর্যন্ত একই ধরনের আবহাওয়া থাকতে পারে বলে খবর। বুধবার থেকে ফের কিছু জেলায় নতুন করে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির কারণে তাপমাত্রাও (Temperature) বেশ খানিকটা বেড়েছে বলে খবর। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা-সহ একাধিক জেলা। তবে রবিবার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমের জেলাগুলিতে সোমবার বৃষ্টি বেশি হতে পারে। বীরভূম এবং পশ্চিম বর্ধমানে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে বৃষ্টি।

পাশাপাশি উত্তরবঙ্গেও এদিন বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস। আলিপুর সূত্রে খবর, রবিবার উত্তরের সব ক’টি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সোমবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া অন্য জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। সেই কারণেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। যার কারণে বেড়েছে তাপমাত্রাও। তবে খুব বেশিদিন বৃষ্টি আপাতত রাজ্যের কোথাও হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি।

 

 

 

 

Previous articleসাতসকালে ভদ্রেশ্বরের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড! কারণ নিয়ে ধোঁয়াশা
Next articleমিচিগানসহ তিন অঙ্গরাজ্যের ককাসে জয়, প্রেসিডেন্ট লড়াইয়ে এগোলেন ট্রাম্প