নিউটাউনে চলন্ত বাসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার সকালে। তবে বাসে যাত্রী বেশি না থাকায় কোনও বড়সড় দুর্ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট (short circuit) থেকে আগুন লাগে। ঘটনার তদন্তে টেকনো সিটি থানার পুলিশ।

নিউটাউন থেকে আলিপুর চিড়িয়াখানাগামী ২৬০ নম্বর রুটের একটি বাস মঙ্গলবার সকালে বিশ্ববাংলা মোড়ের কাছে আসতেই গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে থাকে। স্থানীয় মানুষ ও আশেপাশে গাড়ির চালকেরা দেখে চালককে সতর্ক করেন। দ্রুত যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে গোটা বাস দাউদাউ করে জ্বলে ওঠে। পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সকালের ব্যস্ত সময়ে বাসে আগুন লাগার ঘটনায় নিউটাউন থেকে সাপুরজিগামী (Sapoorji) লেনে ব্যাপক যানজট হয়ে যায়।