Monday, November 10, 2025

‘সুপ্রিম ধাক্কা’র পর ফের বড় নির্দেশ! শাহজাহানকে CBI হস্তান্তরের সময়সীমা বেঁধে দিল হাই কোর্ট

Date:

Share post:

সুপ্রিম কোর্টের (Supreme Court of India) রায়ে সকালেই বড় ধাক্কা খেয়েছিলেন শেখ শাহজাহান (Seikh Sahjahan)। বুধবার সকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ না করে শীর্ষ আদালতসাফ জানিয়ে দেয়, শেখ শাহজাহানকে সিবিআই-এর হাতেই তুলে দিতে হবে রাজ্য পুলিশকে (Police)৷ মঙ্গলবারই শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দেওয়ার জন্য সিআইডি-কে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ কিন্তু সেই নির্দেশে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আবেদন করে রাজ্য৷ তবে সুপ্রিম রায়ের ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফের বড় বিপদে সন্দেশখালির বাদশাহ। এবার কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ বিকেল সওয়া ৪টের মধ্যে সন্দেশখালিকাণ্ডে ধৃত শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করতে হবে সিআইডিকে। ইডির মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতির নির্দেশ বহাল রেখে এই নির্দেশ দিল বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টের মধ্যেই শাহজাহানকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করার নির্দেশ ছিল। কিন্তু মঙ্গলবার শাহজাহানকে নিজেদের হাতে পায়নি সিবিআই। তবে বুধবার সওয়া ৪টের মধ্যে সেই হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বলে জানিয়ে দিল হাই কোর্ট। আদালত প্রথমে সাড়ে ৪টের মধ্যে হস্তান্তরের কথা জানিয়েছিল। কিন্তু সিবিআই আদালতের কাছে আবেদন করে যে, সময়সীমা আরও ১৫ মিনিট এগিয়ে নিয়ে আসা হোক। তবে বুধবারও যদি শাহজাহানকে নিজেদের হেফাজতে না পায় সিবিআই, সে ক্ষেত্রে সাড়ে ৪টের মধ্যে তারা আবার আদালতের দ্বারস্থ হতে পারবে।

 

তবে বুধবার রাজ্যের আবেদন সুপ্রিম কোর্টে উঠলে বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দেন, কলকাতা হাইকোর্টের নির্দেশে এখনই হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত৷ জরুরি শুনানির জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করার জন্য রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভিকে পরামর্শ দেন বিচারপতি খান্না৷ বুধবার শীর্ষ আদালত জানায় যেখানে অভিযুক্তকে গ্রেফতারের সময় বেঁধে দেওয়া হয়েছে, সেখানে ওই নির্দেশের উপর স্থগিতাদেশের কোন কারণ নেই। দ্রুত প্রধান বিচারপতি বেঞ্চের নির্দেশ কার্যকর করতে বলা হয় এবং সেই সময় বেঁধে দেওয়া হয় বুধবার সকাল সাড়ে ৪টের মধ্যে। অন্যদিকে, ওই নির্দেশের পরই শাহজাহানকে হেফাজতে নেওয়ার জন্য ভবানী ভবনে পৌঁছে যায় সিবিআই। তবে আদালতের নির্দেশ মেনে সন্দেশখালিকাণ্ডে ধৃত শাহজাহান শেখকে নিজেদের হেফাজতে নিতে গিয়েও পায়নি সিবিআই। তাই আদালত অবমাননার অভিযোগ করে হাই কোর্টের দ্বারস্থ হয় ইডি।

 

spot_img

Related articles

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ না কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

GST তুলে দেওয়া উচিত: বিপর্যয়ে কোন বছর কত কোটির বঞ্চনা কেন্দ্রের, হিসাব পেশ মুখ্যমন্ত্রীর

আমফান থেকে রেমাল বা ডানা। যে কেন্দ্রের সরকার সাধারণ মানুষের ন্যায্য বাড়ি তৈরির বা একশো দিনের কাজের টাকা...

উত্তরের ভূমিকন্যাকে উত্তরকন্যা থেকে উপহার মুখ্যমন্ত্রীর, বিশ্বজয়ী ক্রিকেটারের নামে ক্রিকেট স্টেডিয়াম

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য উত্তরের ভূমিকন্যা রিচা ঘোষ (Richa Ghosh)। CAB-তে তাঁকে বঙ্গভূষণ সম্মান, রাজ্য পুলিশের...