Wednesday, August 27, 2025

নবান্নে দিদি-র কাছে বাংলার দাদা! ‘দাদাগিরি’-তে মুখ্যমন্ত্রী না কি রাজনীতিতে মহারাজ? তুঙ্গে জল্পনা

Date:

Share post:

দিদি নাম্বার ওয়ান-এর পরে এবার নবান্নে (Nabanna) সর্বজনীন দিদি-র কাছে বাংলার দাদা। বুধবার বিকেলে আচমকাই রাজ্য প্রশাসনের সদর কার্যালয়ে পৌঁছে যান BCCI-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguli)। সটান চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘরে। লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মহারাজের যাওয়া নিয়ে তুমুল জল্পনা রাজনৈতিক মহলে।

এদিন, বিকেল পাঁচটা নাগাদ নবান্নে পৌঁছন সৌরভ। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় আধঘণ্টা বৈঠক করেন তিনি। সাড়ে পাঁচটা নাগাদ নবান্ন ছেড়ে চলেও যান তিনি। এই সাক্ষাৎ নিয়ে কোনও তরফেই কিছু জানানো হয়নি। নির্বাচনের আগে এই সাক্ষাৎ নিয়ে নানা জল্পনা রাজনৈতিক মহলে।

গত জানুয়ারিতেই আরেক জনপ্রিয় অভিনেত্রী তথা সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁর যাওয়া নিয়েও তুমুল আলোচনা হয়। পরে দেখা যায় তাঁর শো দিদি নাম্বার ওয়ান-এ অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার কি তাহলে সৌরভের সঙ্গে দাদাগিরির মঞ্চ ভাগ করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান? তা নিয়েও আলোচনা তুঙ্গে।

তবে, বরাবরই মহারাজের সঙ্গে সুসম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও, সব দলের সঙ্গেই সখ্যতা রেখে চলেন সৌরভ। এখন আবার তিনি বাংলার ব্র্যান্ড অ্যাম্বেসেডর। আর পুরসভা বা পঞ্চায়েত ছাড়া বাংলার কোনও নির্বাচন এলেই সৌরভের রাজনৈতিক দলে যোগ ও তাঁকে প্রার্থী করা নিয়ে রাজনৈতিক মহলে লাগাতাল ভবিষ্যদ্বাণী হয়। এবার ভোটের মুখে তাঁর নবান্নে যাওয়া সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।




spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...