১০ মার্চ ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের (TMC) ডাকে জনগর্জন সভা। ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। জেলায় জেলায় চূড়ান্ত প্রস্তুতি। আজ তৃণমূল কংগ্রেসের তরফে একটি ছোট্ট ভিডিও পোস্ট করে ‘জনগর্জন সভা’র (Janogorjon Sabha) উন্মাদনা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। ক্যাপশনে লেখা হয়, পর্দা ওঠার সঙ্গে সঙ্গে ‘জনগর্জন সভা’র প্রত্যাশা চরমে উঠেছে। বাকি মাত্র ৩ দিন! ব্রিগেড সভায় যারা আসবেন তাঁদের থাকার এবং খাওয়া-দাওয়ার যাতে কোনও অসুবিধা না হয় তা সরেজমিনে খতিয়ে দেখছেন তৃণমূল কংগ্রেসের (TMC ) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৈরি হচ্ছে বাংলা। ব্রিগেডেই দিল্লির বঞ্চনার জবাব দেবেন বাংলার মানুষ।

With the curtain about to rise, anticipation for #JonogorjonSabha is reaching its peak.
Just 3 days remain! pic.twitter.com/Z5FWJlXTUA
— All India Trinamool Congress (@AITCofficial) March 7, 2024
তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত একটি মোশন পোস্টারের ভিডিও শেয়ার করা হয়। বুধবারই একটি ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, ”১০ তারিখ ব্রিগেডে জনগর্জন হবে।”তিনি বলেন, “বাংলাকে যেভাবে লাঞ্ছনা করা হচ্ছে, বাড়ির টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, রাস্তার টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, ১০০ দিনের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাকে বিকৃত সংস্কৃতি তৈরি করার চেষ্টা হচ্ছে, তা বাংলা কোনওদিন মানে না।” মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, বাংলা মনে করে ধর্ম যার যার উৎসব সকলের। বাংলার সংস্কৃতিকে শেষ করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। বাংলা সকলকে আপন করে নেয়। বাংলার সংস্কৃতিকে রক্ষা করার জন্য গর্জন ব্রিগেড তৈরি করার আহ্বান জানান তিনি।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সভার প্রস্তুতি খতিয়ে দেখতে বিভিন্ন শিবিরে পৌঁছে যাচ্ছেন। তিনি আগেই জানিয়েছিলেন যে লোকসভা ভোটের আগে বাংলার ক্ষমতার ট্রেলার দেখবে কেন্দ্রের সরকার। সেই মতো তৃণমূল কংগ্রেসের তরফে তুঙ্গে প্রস্তুতি। সভা শুরুর তাই ৭২ ঘণ্টা আগে দলের তরফে প্রকাশ করা মোশন পোস্টার কর্মী সমর্থকদের আরও বেশি করে উজ্জীবিত করবে বলেই মনে করা হচ্ছে।
